Harimadhav Mukherjee

প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়

পরিবার সূত্রে খবর, গত প্রায় এক সপ্তাহ ধরে হরিমাধব মুখোপাধ্যায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে প্রথমে গঙ্গারামপুরের একটি হাসপাতালে ভর্তি হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০৮:৪০
Share:

হরিমাধব মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

সোমবার রাতে মৃত্যু হল বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে খবর, গত প্রায় এক সপ্তাহ ধরে তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে প্রথমে গঙ্গারামপুরের একটি হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। এ দিন রাতে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

Advertisement

আজ, মঙ্গলবার তাঁর মরদেহ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তাঁর বাড়িতে আনা হবে। বাংলা নাট্য জগতের সুপরিচিত এই ব্যক্তিত্ব সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। তাঁর হাত ধরেই বালুরঘাটের ত্রিতীর্থ নাট্যসংস্থা গত কয়েক দশক ধরে একাধিক নাটক মঞ্চস্থ করেছে। হরিমাধববাবুর মৃত্যুতে রাজ্যের নাটকের জগতে শোকের ছায়া নেমে এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement