প্রাথমিকে টেট এ বছরেই, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

এ দিন মন্ত্রী জানান, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের (এনসিটিই) নিয়ম মেনেই নিয়োগ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০৪:১০
Share:

পার্থ চট্টোপাধ্যায়

এ বছরেই প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা ‘টেট’ নেওয়া হবে। শুক্রবার তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, আগামী সোম বা মঙ্গলবার টেট-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরীক্ষা হবে এ বছরেই।

Advertisement

এ দিন মন্ত্রী জানান, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের (এনসিটিই) নিয়ম মেনেই নিয়োগ হবে। অর্থাৎ টেট-এ বসতে গেলে প্রার্থীদের উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি প্রশিক্ষিত হতে হবে। সূত্রের খবর, ২৫ হাজার শূন্যপদে নিয়োগের সম্ভাবনা রয়েছে। আবেদনের পুরো প্রক্রিয়াই অনলাইনে হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা।

আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলর তোলা নেন, সরব যুবনেতা

Advertisement

পর্ষদ সূত্রের খবর, ২০১৪ সালে শেষবার টেট-এর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু নানা জটিলতায় জড়িয়ে পড়েছিল টেট। ২০১৫ সালে অগস্টে পরীক্ষার দিন ঠিক হলেও তার দু’দিন আগে প্রশ্নপত্র উধাও হয়ে যায়। দু’দফায় পিছিয়ে গিয়ে ১১ অক্টোবর পরীক্ষা হয়। সে দিনও পরীক্ষার আগে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে বাইরে চলে আসে। তারপর এক গুচ্ছ মামলায় বিদ্ধ হয় গোটা নিয়োগ প্রক্রিয়া। মামলার বাধা পেরিয়ে ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর টেটের ফল প্রকাশ হয়।

মেধা তালিকা নিয়ে বহু বিতর্ক থাকলেও ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ৪২ হাজার শূন্যপদে নিয়োগ শেষ হয়। তার পরেই পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, এ বছরের শেষে টেট নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement