Presidential Election

President Election 2022: সময়ের এক ঘণ্টা আগেই বাংলায় শেষ রাষ্ট্রপতি নির্বাচন পর্ব! ভোট দিলেন ২৯১ জন বিধায়ক

বিধায়কদের প্রথম, দ্বিতীয় পছন্দ জানিয়ে ভোট দিতে হবে। ইভিএম ব্যবহার হয় না। গোলাপি রঙের কাগজে বেগুলি রঙের কালির পেন দিয়ে ভোট দেবেন বিধায়কেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১০:২১
Share:

বিধানসভায় ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: এএনআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১৬:০৬ key status

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান পর্ব শেষ পশ্চিমবঙ্গের বিধানসভায়

বিধানসভার অলিন্দে তৃণমূল বিধায়কেরা। ছবি: এএনআই

২৯৩ জন বিধায়কের মধ্যে ২৯১ জন বিধায়ক ভোট দিয়েছেন। ভোট দিতে আসেননি তৃণমূলের বিধায়ত রফিকুল ইসলাম মণ্ডল। ভাঙরের বিধায়ক নওশাদ  সিদ্দিকিও অনুপস্থিত। তবে ভোট শেষ হতে এখনও কিছু সময় বাকি। ৫টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান প্রক্রিয়া। বিধানসভা সূত্রে খবর, বাকি সব বিধায়কেরই ভোট  দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। 

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১৬:০৪ key status

ভোট দিতে বিধানসভায় মুকুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে বিধানসভায় এলেন মুকুল রায়। কৃষ্ণনগর উত্তরের তৃণমূল বিধায়ক বিকেল চারটে নাগাদ আসেন ভোট দিতে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার অলিন্দে হাসিমুখেই দেখা যায় মুকুলকে। 

Advertisement
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১৫:৩৭ key status

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দুপুর ২টোর সময়েই বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে ভোট দিতে আসেন ঠিক ৩টে ৩৩ মিনিটে। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। ঠিক ৩টে ৪০ মিনিটে ভোট দিয়ে বেরিয়েও যান মমতা। 

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১২:২৬ key status

বিধানসভায় ভোট দিতে হাজির তৃণমূল বিধায়ক সাংসদরা

সংসদ চত্বরে ডেরক-মদন আলোচনা। নিজস্ব চিত্র।

বিধানসভায় একে একে এসে পৌঁছচ্ছেন ডেরেক ও’ব্রায়েন, মদন মিত্র, জুন মাল্যরা। পরে এলেন অর্জুন সিংহও। যিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েও সম্প্রতি সুর বদলেছেন।

জুন মাল্য। নিজস্ব চিত্র।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১২:১৭ key status

বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ চন্দ্রিমার

বিজেপির পরিষদীয় দলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বিজেপি বিধায়কেরা আদিবাসী সংস্কৃতির প্রতীক পানচি পরে ভোট  দিচ্ছেন। আবার তাঁদের পোলিং এজেন্টও পানচি পরেছেন। 

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১২:১১ key status

বিধানসভায় ভোট দিতে এলেন অভিষেক

বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন ভোট দিতে। তবে এসে প্রথমে গেলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে। 

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১১:২০ key status

ক্রস ভোটিং তরজায় মত দিলেন তৃণমূলের আদিবাসী বিধায়কেরা

বিজেপি শিবিরের অনেকেই বলেছিলেন জনজাতিদের প্রতিনিধি রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিতে পারেন তৃণমূলের আদিবাসী বিধায়ক, সাংসদরা। সোমবার নির্বাচনের সকালে তৃণমূলের বীরবাহা হাঁসদা, জ্যেৎস্না মান্ডিরা জানিয়ে দিলেন, তাঁরা দ্রৌপদীকে সমর্থন করেন না, কারণ তিনি নিজেকে হিন্দু বলে দাবি করেছেন, আদিবাসীদের কোনও নির্দিষ্ট ধর্ম নেই।  

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১১:১২ key status

আমার প্রথম রাষ্ট্রপতি ভোট: মহুয়া মৈত্র

ভোটের লাইনে দাঁড়ানো তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে প্রশ্ন করা হয়েছিল, তিনি দুই রাষ্ট্রপতি পদপ্রার্থীর ভোট শতাংশ নিয়ে কি কিছু বলবেন? জবাবে মহুয়া জানালেন, তিনি কোনও মন্তব্য করতে চান না। দলের সাংসদদের সঙ্গে ভোট দেওয়ার লাইনে দাঁড়ানো মহুয়া জানান, তাঁর এটিই তাঁর প্রথম রাষ্ট্রপতি ভোট। 

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১১:০১ key status

গণতন্ত্র চাইলে আমাকে ভোট দিন, বললেন যশবন্ত

ভোটের প্রচারে তিনি অনেক কথাই বলেছেন। ভোটের দিনও বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিন্‌হা বলেন, ‘‘যদি গণতন্ত্র চান, যদি এজেন্সির ছড়ি ঘোরানো থেকে মুক্তি চান তবে আমাকে ভোট দিন।’’

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১০:৫৬ key status

তৃণমূলের অনেকে ভোট দেবেন দ্রৌপদীকে: অগ্নিমিত্রা পাল

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই তৃণমূল বনাম বিজেপি তরজা শুরু। ফিরহাদের ক্রস ভোটিংয়ের মন্তব্যের জবাব দিলেন বিজেপি নেত্রী এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বললেন, ‘‘ওঁরা যা-ই বলুন আমরা আমাদের ভোট দ্রৌপদী মুর্মুকেই দেব।’’ তবে অগ্নিমিত্রার মতে, তৃণমূলের অনেকে বরং দ্রৌপদীকেই ভোট দিতে ইচ্ছুক।

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১০:৫১ key status

৭০ শতাংশ ভোটের দাবি শুভেন্দুর

বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, শাসকদলের প্রার্থী দ্রৌপদী মুর্মু ৭০ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন রাষ্ট্রপতি নির্বাচন। 

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১০:৪৯ key status

বিজেপির অনেকেই ভোট দেবেন যশবন্তকে: ফিরহাদ

কলকাতার মেয়র এবং রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ক্রস ভোটিং হবে বাংলায় রাষ্ট্রপতি নির্বাচনে। তিনি জানিয়েছেন, বিজেপির অনেকেই বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিন্‌হা ভোট দেবেন।  প্রসঙ্গত, সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের আগেই  রবিবার বিজেপির সমস্ত বিধায়কদের নিয়ে যাওয়া হয়েছিল নিউ টাউনের একটি হোটেলে। সেখান থেকেই সোমবার সকালে সরাসরি বিধানসভায় আসেন তাঁরা। 

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১০:৪৪ key status

বিজেপি বিধায়কেরা আদিবাসীদের পোশাকে হাজির বিধানসভায়

বিধানসভার বাইরে বিজেপি বিধায়কেরা। ছবি: টুইটার

বিজেপি বিধায়কদের প্রত্যেকেরই গলায় হলুদ রঙের উত্তরীয়। জানা গেল এগুলি আদিবাসী সংস্কৃতির প্রতীক। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে শাসক দল বিজেপির প্রার্থী দ্রৌপদী জনজাতির প্রতিনিধি। তাঁকে প্রকাশ্যে সমর্থন জানাতে আদিবাসীদের ব্যবহৃত কাপড়ের উত্তরীয় গলায় পড়ে বিধানসভায় এসেছেন বিজেপির বিধায়কেরা। 

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১০:৩৯ key status

ভোট দেওয়ার লাইনে তৃণমূল সাংসদ এবং বিধায়কেরাও

বিধানসভার বাইরে ভোটের লম্বা লাইনে  হাজির তৃণমূলের মন্ত্রী, বিধায়ক এবং সাংসদরাও। ছিলেন ইন্দ্রনীল সেন, শশী পাঁজা, মহুয়া মৈত্ররা।  

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১০:১৯ key status

বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের লম্বা লাইন

নিউটাউনের হোটেল থেকে বাসে করে বিজেপি বিধায়কদের নিয়ে আসা হয়েছে বিধানসভা ভবনের বাইরে। দেখা গেল মূল গেটের বাইরে  বিজেপি বিধায়কেরা লাইন দিয়ে ঢুকছেন ভিতরে। রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ০৮:১৩ key status

বিধানসভায় শুরু রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ

পশ্চিমবঙ্গ বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে চলেছেন রাজ্যের বিধায়কেরা। পশ্চিমবঙ্গে ২৯৩ জন বিধায়কের ভোটে অংশগ্রহণ করার কথা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement