Pravrajika Vedantaprana

প্রয়াত প্রব্রাজিকা বেদান্তপ্রাণা

শ্রী সারদা মঠ সূত্রের খবর, দীর্ঘদিন যকৃতের রোগে ভুগছিলেন প্রব্রাজিকা বেদান্তপ্রাণা। তিনি ছিলেন স্বামী বিশুদ্ধানন্দের মন্ত্রশিষ্যা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৫:৫৯
Share:

প্রব্রাজিকা বেদান্তপ্রাণা

দক্ষিণেশ্বর শ্রী সারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনী তথা নিবোধত পত্রিকার সম্পাদক প্রব্রাজিকা বেদান্তপ্রাণা প্রয়াত হয়েছেন। তিনি দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে সেখানেই ৭৭ বছর বয়সি সন্ন্যাসিনীর জীবনাবসান ঘটে।

Advertisement

শ্রী সারদা মঠ সূত্রের খবর, দীর্ঘদিন যকৃতের রোগে ভুগছিলেন প্রব্রাজিকা বেদান্তপ্রাণা। তিনি ছিলেন স্বামী বিশুদ্ধানন্দের মন্ত্রশিষ্যা। ১৯৬৬-তে বেদান্তপ্রাণা মাতাজী সারদা মঠে যোগদান করেন। ১৯৭১-এ প্রব্রাজিকা ভারতীপ্রাণার কাছে ব্রহ্মচর্য ও ১৯৭৮ সালে প্রব্রাজিকা মোক্ষপ্রাণার কাছে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। বিভিন্ন সময়ে প্রব্রাজিকা বেদান্তপ্রাণা নিবেদিতা স্কুল, বিবেকানন্দ বিদ্যা ভবন, দিল্লির রামকৃষ্ণ সারদা মিশন কেন্দ্রে কর্মরত ছিলেন। ১৯৮৭-এ মঠের প্রথম বাংলা মুখপত্র নিবোধত প্রকাশিত হয়। সেই সময় থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ওই পত্রিকার সম্পাদক ছিলেন।

ছিলেন সুবক্তা ও লেখিকা। বিভিন্ন গ্রন্থও সম্পাদনা করেছেন। তাঁর অগাধ শাস্ত্রজ্ঞান ছিল। নবাগত ব্রহ্মচারিণীদের তিনি পড়াতেন। প্রব্রাজিকা বেদান্তপ্রাণা ভজন ও ভক্তিগীতিও গাইতেন। দক্ষ ছিলেন বাদ্যযন্ত্রেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement