স্বাস্থ্য বিলে সংশোধন চেয়ে ডাক মিছিলের

মুখোমুখি আলোচনার প্রস্তাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও সাড়া মেলেনি। এই অবস্থায় স্বাস্থ্য বিলের প্রতিবাদে ফের রাস্তায় নামছেন চিকিৎসকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০৩:৩৫
Share:

মুখোমুখি আলোচনার প্রস্তাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও সাড়া মেলেনি। এই অবস্থায় স্বাস্থ্য বিলের প্রতিবাদে ফের রাস্তায় নামছেন চিকিৎসকেরা।

Advertisement

স্বাস্থ্য বিলের কিছু অংশ সংশোধনের দাবিতে ১৪ এপ্রিল, শুক্রবার কলকাতায় মিছিলের ডাক দেওয়া হয়েছে। কলেজ স্কোয়ার থেকে মিছিল যাবে রানি রাসমণি রোডে। পরের দিনই কলকাতায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর কেন্দ্রীয় কমিটি দু’দিনের বৈঠক ডেকেছে। তার আগের দিনের ওই মিছিলে কেন্দ্রীয় কমিটির কয়েক জন সদস্য থাকতে পারেন বলে উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে। তবে আইএমএ-র রাজ্য শাখা ওই মিছিল সম্পর্কে কিছু জানে না বলে ওই সংগঠনের পক্ষে শান্তনু সেন সোমবার জানান।

স্বাস্থ্য বিলের কিছু অংশ সংশোধনের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য চিঠি দিয়েছিলেন আইএমএ-র কেন্দ্রীয় শাখার সভাপতি কে কে অগ্রবাল। কিন্তু মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এ ব্যাপারে কোনও সাড়া মেলেনি বলে আইএমএ-র কেন্দ্রীয় শাখা সূত্রের খবর। এই অবস্থায় কী করণীয়, সেই বিষয়ে ১৫ এবং ১৬ এপ্রিলের বৈঠকে আলোচনা হওয়ার কথা। স্বাস্থ্য বিল সংশোধনের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনও আশ্বাস না-পেলে আইএমএ আইনি পথে হাঁটবে কি না, ওই বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

কেন্দ্রীয় আইএমএ-র অভিযোগ, এই বিলের মাধ্যমে চিকিৎসা পেশায় জড়িত ব্যক্তিদের অপমান করা হয়েছে। তাদের প্রশ্ন, ফৌজদারি আদালত ও ক্রেতা সুরক্ষা দফতর থাকতে চিকিৎসার অসুবিধা দেখার জন্য নতুন করে কমিশন গঠন করা অর্থ কী? আইএমএ কেন্দ্রীয় শাখা সূত্রে বলা হয়, রোগীদের সুবিধা বাড়াতে গিয়ে যদি চিকিৎসকদের নিরাপত্তাহীনতা তৈরি হয়, তা দিয়ে সমাজের কল্যাণ সম্ভব নয়। এই স্বাস্থ্য বিলের জোরে আপাতত হয়তো কিছু রাজনৈতিক ফায়দা উঠতে পারে, কিন্তু এ ভাবে স্বাস্থ্য-পরিষেবার কোনও উন্নতি ঘটানো সম্ভব নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement