কেন্দ্রীয় বাহিনী ‘রুখতে’ পুলিশি পিকেট, তল্লাশিও

রবিবার সন্ধ্যায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার পরে কলকাতা ও রাজ্য পুলিশের তৎপরতা বাড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৬
Share:

নিজাম প্যালেসে পুলিশি প্রহরা। ছবি: রণজিৎ নন্দী

পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ নামল রাস্তায়।

Advertisement

রাজ্য পুলিশ সূত্রের খবর, রবিবার সন্ধ্যার পরে বিরাটির কাছে রাস্তায় পুলিশ পিকেট বসানো হয়েছে। রাস্তা আটকে তল্লাশি শুরু হয়েছে বিধাননগর, যশোহর রোড সহ অন্যান্য এলাকা।

রবিবার সন্ধ্যায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার পরে কলকাতা ও রাজ্য পুলিশের তৎপরতা বাড়ে। নিজাম প্যালেস ও সল্টলেকে সিজিও কমপ্লেক্স — যে দুই জায়গায় সিবিআই দফতর রয়েছে, কলকাতা ও বিধাননগর পুলিশ সেই দুই এলাকা ঘিরে ফেলে। সেই খবর দিল্লি পৌঁছয়। আশঙ্কা তৈরি হয় কলকাতায় সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে গ্রেফতার করতে পারে কলকাতা পুলিশ।

Advertisement

আরও পড়ুন: নজিরবিহীন নাটক সিবিআই অফিসে, অফিসারদের পাকড়ে গাড়িতে তুলল পুলিশ

এই ঘটনার কথা জানতে পেরে পাল্টা তৎপর হয়ে ওঠে দিল্লিও। রাতেই ওই দুই দফতরের সামনে থেকে কলকাতা ও রাজ্য পুলিশ সরে যেতে সেখানে চলে আসে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপি। মধ্যমগ্রামে কেন্দ্রীয় বাহিনী সিআরপি এবং সীমান্তরক্ষী বাহিনীর ঘাঁটি রয়েছে। সেখান থেকে রবিবার রাতের পরে যাতে সেই বাহিনী কোনও রকমে কলকাতার দিকে আসতে না পারে তার জন্যই আলাদা করে রাস্তায় পুলিশ পিকেট বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ দিন রাতে পঙ্কজ শ্রীবাস্তবের বাড়ির সামনে গিয়ে দেখা যায়, কার্যত গোটা এলাকা ঘিরে নিয়েছে সিআরপি। এই দলটি স্ট্র্যান্ড রোড থেকে এসেছে বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশের একাংশ জানাচ্ছে, আরও কেন্দ্রীয় বাহিনী এসে যাতে নতুন করে ‘সমস্যা’ সৃষ্টি করতে না পারে তাই রাতেই শুরু হয়েছে ব্যারিকেড। নির্দেশ এসেছে, যদি কেন্দ্রীয় বাহিনীকে শহরের দিকে যেতে দেখা যায়, তা আটকাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement