বিজেপি নেতা মুকুল রায়।—ফাইল চিত্র।
রেলের একটি কমিটির সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার মামলায় বিজেপি নেতা মুকুল রায়কে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলে শুক্রবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এই সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করতে পারবে কলকাতা পুলিশ।
পুলিশ জানায়, সন্তু গঙ্গোপাধ্যায় নামে সরশুনার এক যুবকের অভিযোগ, ২০১৫ সালে রেলের একটি কমিটির সদস্যপদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন মুকুল এবং তাঁর তিন সঙ্গী। সদস্যপদ জোটেনি। চলতি বছরের জানুয়ারিতে ওই যুবক সরশুনা থানায় এফআইআর দায়ের করেন। সেই মামলায় বাবান ঘোষ নামে বিজেপির সংগঠনের এক শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিন পান। মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মুকুল আগাম জামিনের আবেদন জানান হাইকোর্টে।
বিচারপতি সহিদুল্লা মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে এ দিন মুকুলের মামলাটি শুনানির জন্য ওঠে। সরকারি কৌঁসুলি শাশ্বতগোপাল মুখোপাধ্যায় ও রুদ্রদীপ্ত নন্দী আদালতে জানান, অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত এই মামলায় সরকারের পক্ষে সওয়াল করবেন। তিনি এখন হাজির থাকতে পারছেন না। তাই কিছু দিন পরে মামলাটির শুনানি হোক।
মুকুলের আইনজীবী কল্লোল মণ্ডল এবং সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে আবেদন করেন, সে-ক্ষেত্রে শুনানির আগে পর্যন্ত তাঁদের মক্কেলকে যাতে গ্রেফতার করা
না-হয়, পুলিশকে সেই নির্দেশ দেওয়া হোক। দু’পক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আপাতত ১২ দিন ওই অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না। পরবর্তী শুনানি হবে ১৬ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে
তদন্তের প্রয়োজনে অভিযুক্তকে ডেকে পাঠাতে চাইলে ৭২ ঘণ্টা আগে নোটিস দিতে হবে।