এখনও অধরা বিপ্লব
Alipurduar

‘বলেছি পিস্তল রাখিস না, শোনেনি’

পিস্তল দিয়ে যে শেষপর্যন্ত এই ঘটনা ঘটে যাবে, তা ভাবতেও পারছেন না বাদলবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ০২:০৯
Share:

অসহায়: অভিযুক্ত বিপ্লবের বাবা বাদল বসাক। শনিবার আলিপুরদুয়ারের বাড়িতে। নিজস্ব চিত্র

ছেলের হাতে পিস্তল দেখে ভাল লাগেনি বাবা বাদল বসাকের। তাই ছেলে বিপ্লব বসাককে সেটা পুলিশকে ফেরত দেওয়ার জন্য বলেছিলেন তিনি। ছেলে শোনেননি। সেই পিস্তল দিয়ে যে শেষপর্যন্ত এই ঘটনা ঘটে যাবে, তা ভাবতেও পারছেন না বাদলবাবু।

Advertisement

পুলিশের একটি সুত্রে জানা গিয়েছে, নিজের নিরাপত্তার অভাবের কথা জানিয়ে বিপ্লব লাইসেন্সড পিস্তলের জন্য আবেদন করেছিলেন। ঘনিষ্ঠ সূত্রের খবর, পিস্তল নেওয়ার পর থেকেই তাঁর চলাফেরাতেও পরিবর্তন পরিলক্ষিত হয়।

বাদলবাবু শনিবার বলেন, ‘‘দেড় বছর আগে ছেলে পিস্তলের লাইসেন্স পায়। কিন্তু সেটা ফেরত দিয়ে আসার কথা বলেছিলাম অনেকবার। কিন্তু ছেলে শোনেনি।’’ তাঁর কথায়, সবসময় বিপ্লবের কোমরেই পিস্তলটি গোঁজা থাকত। খুনের দিনও বিপ্লবের কোমরেই ছিল সেটি।’’

Advertisement

বৃহস্পতিবার রাতে বাপি-খুনের পর থেকেই পলাতক বিপ্লব। এ ব্যাপারে বাদলবাবু জানান, ঘটনার পর থেকে বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন তিনি। তিনি চান, বিপ্লব দ্রুত পুলিশের কাছে আত্মসমর্পণ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement