তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ। এই অবস্থায় রাজ্য সরকার সোমবার আদালতে জানাল, উস্কানিমূলক বক্তব্য পেশের অভিযোগ পেয়ে জোড়াসাঁকো থানার পুলিশ জেনারেল ডায়েরি করেছিল।
ওই সাংসদ গত ২২ জুন বসিরহাটের এক সভায় উস্কানিমূলক বক্তব্য পেশ করেন বলে অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে এ দিন তার শুনানি ছিল। সরকার পক্ষের হয়ে সওয়াল করতে গিয়ে রাজ্যের জিপি (গভর্নমেন্ট প্লিডার) দাবি করেন, জেনারেল ডায়েরি হয়েছিল। মঙ্গলবার ফের শুনানি হওয়ার কথা।
বিজেপির এক কর্মী আদালতে অভিযোগ করেন, ওই তৃণমূল সাংসদের বক্তব্য সম্পর্কে অভিযোগ জানাতে ২৩ জুন তিনি জোড়াসাঁকো থানায় গিয়েছিলেন। সেই অভিযোগ পেয়ে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তা তাঁকে জানানো হয়নি। ওই বিজেপি-কর্মীর আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে জানান, বসিরহাটের সভায় ওই সাংসদের পেশ করা বক্তব্য আদালতগ্রাহ্য অপরাধ কি না, পুলিশ তা অভিযোগকারীকে জানায়নি।
এই সওয়াল শুনে জিপি অভ্রতোষ মজুমদার আদালতে জানান, জোড়াসাঁকো থানার পুলিশ অভিযোগ পেয়ে জেনারেল ডায়েরি করেছে। জিপি-র পাল্টা অভিযোগ, জোড়াসাঁকো থানায় ২৩ জুন যখন অভিযোগ জানানো হয়, তার বেশ কয়েক ঘণ্টা আগে বসিরহাট থানায় বিজেপির উত্তর ২৪ পরগনা সম্পাদক তৃণমূল সাংসদের বক্তব্য নিয়ে অভিযোগ জানান। জোড়াসাঁকো থানায় অভিযোগ জানানোর সময় বসিরহাটের তথ্য গোপন করা হয়।