Congress

লালবাজার অভিযানে কংগ্রেস, ধরপাকড়

আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগে বৃহস্পতিবার কংগ্রেসের ‘লালবাজার অভিযান’ ঘিরে অশান্তি বাধল। দলের নেতৃত্বের অভিযোগ, কর্মসূচিতে বাধা দিতে গিয়ে পুলিশ যথেচ্ছ ধরপাকড় করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৪
Share:

কংগ্রেসের লালবাজার অভিযানে ধরপাকড়। —নিজস্ব চিত্র।

একের পর এক বিভিন্ন অপরাধের ঘটনাকে সামনে রেখে কলকাতা-সহ লাগোয়া এলাকায় আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগে বৃহস্পতিবার কংগ্রেসের ‘লালবাজার অভিযান’ ঘিরে অশান্তি বাধল। দলের নেতৃত্বের অভিযোগ, কর্মসূচিতে বাধা দিতে গিয়ে পুলিশ যথেচ্ছ ধরপাকড় করেছে।

Advertisement

মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে নেতা-কর্মীরা দুপুর আড়াইটা নাগাদ হিন্দ সিনেমার সামনে থেকে মিছিল শুরু করেন। ‘সিটি অব ক্রাইম’ লেখা ব্যানার হাতে সরব হন তাঁরা। গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে মিছিল বেন্টিঙ্ক স্ট্রিট পৌঁছলে ব্যারিকেড করে তা আটকে দেয় পুলিশ। কংগ্রেসের অভিযোগ, এর পরেই দলের নেতা-কর্মীদের টেনে-হিঁচড়ে প্রিজ়ন ভ্যানে তুলে মিছিল ছত্রভঙ্গ করে পুলিশ। তাঁদের লালবাজার ছাড়াও কাশীপুর, হেয়ার স্ট্রিট-সহ বিভিন্ন থানায় আটক করে নিয়ে যাওয়া হয়।

আর জি করের ধর্ষণ-খুন, ট্যাংরা-কাণ্ড, কুমোরটুলির ‘খুন’, শহরে ‘বেআইনি’ অস্ত্রের কারবারের মতো বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কলকাতা পুলিশের অকর্মণ্যতা, ব্যর্থতার জন্যই আজ এই হাল। এর ফলে চার দিকে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। লালবাজার অভিযানে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল, দলের নেতা রানা রায়চৌধুরী, তাপস মজুমদার, সাহিনা জাভেদ, দেবজ্যোতি দাস, তপন আগরওয়াল প্রমুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement