বেআইনি বালির লরি ধরতে গিয়ে আক্রান্ত হলেন চার পুলিশকর্মী। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন সেচ দফতরের পাঁচ কর্মীও। ঘটনার পর থেকে নিখোঁজ দেবাশিস রায় নামে সেচ দফতরের এক কর্মীও। বৃহস্পতিবার রাতে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে বর্ধমানের কাটোয়ায়। আহতেরা কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
সেচ দফতরের কর্মীদের কাছে বালি পাচারের খবর আগে থেকেই ছিল। সেই মতো দফতরের পাঁচ কর্মী রাতে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে বেশ কয়েকটি বালির লরি দাঁড়িয়ে ছিল। একটি লরির চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন তাঁরা। অভিযোগ, জিজ্ঞাসাবাদ করতে দেখে আশপাশ থেকে ৫০-৬০ জন তাঁদের ঘিরে ফেলে। রাস্তায় ফেলে শুরু হয় মারধর। কেড়ে নেওয়া হয় তাঁদের মানিব্যাগ, ঘড়ি, মোবাইল ফোন। জখম অবস্থাতেই তঁদেরকে রাস্তায় ফেলে পালায় দুষ্কৃতীরা। কিছু ক্ষণ পর বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে শুক্রবার সকাল পর্যন্ত খোঁজ মেলেনি সেচকর্মী দেবাশিস রায়ের।