কৃষি, ক্ষুদ্রশিল্প বা শিক্ষার মতো ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য তাঁদের ঋণ দেওয়ার নীতি অপরিবর্তিতই আছে বলে আশ্বাস দিলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ। কলকাতাতেও কত জন ‘নীরব মোদী’ আছেন, সেই প্রশ্ন নিয়ে সোমবার কলকাতায় পিএনবি-র আঞ্চলিক দফতরে ধর্নায় গিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের যুব লিগ নেতৃত্ব। মোদীর মতো ব্যবসায়ীরা ঋণ নিয়ে শোধ করছেন না কিন্তু কৃষক বা সাধারণ ব্যবসায়ী আদৌ ঋণের সুবিধা পাচ্ছেন কি না, এই প্রশ্নও ছিল আন্দোলনকারীদের। তাঁদের সঙ্গে আলোচনায় পিএনবি কর্তৃপক্ষ বিভিন্ন ক্ষেত্রে ঋণের তথ্য দিয়েছেন। তাঁরা আরও বলেছেন, মোদী-কাণ্ডের পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও গ্রাহকদের জানিয়ে দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি আকারে।