জলময় কলকাতা, হাওড়া-সহ শহরতলির বিস্তীর্ণ এলাকা।
শহরবাসীকে স্বস্তি দিয়ে আপাতত বৃষ্টি থেমেছে। তবে সকাল থেকেই আকাশের মুখভার। মেঘলা দিনে বাধ্য হয়ে পথে নেমেছেন নিত্যযাত্রীরা। কিন্তু, তুমুল বর্ষণের জেরে এখনও জলমগ্ল কলকাতা-হাওড়ার বিস্তীর্ণ এলাকা। ট্রেন-বাস-ট্যাক্সি-অটোরিকশার স্বাভাবিক চলাচল ব্যাহত। ভোগান্তির একশেষ বহু অফিসযাত্রী। গোড়ালি-হাঁটু ছাপিয়ে জল ঢুকেছে অনেকেরই বাড়ির অন্দরে। হাওড়ার বহু এলাকায় তো হেঁশেলের পথ না মাড়িয়ে অনেকেই ত্রাণশিবিরের ভরসায় সকাল কাটালেন।
গ্যালারির পাতায় বানভাসি নগরীর দুদর্শার নানা ছবি।
আরও পড়ুন
বৃষ্টি থামলেও জলে ভাসছে কলকাতা, হাওড়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত