RAhul Gandhi

রাহুলের জন্মদিনে

সঙ্কটে থাকা বিপন্ন মানুষের সমস্যার কথা শোনেন প্রদেশ কংগ্রেস নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২০ ০৫:৩২
Share:

বিধানভবনে রাহুল গাঁধীর জন্মদিন উপলক্ষে দুর্গতদের পাশে কংগ্রেস নেতারা। নিজস্ব চিত্র।

দুর্যোগের মধ্যে এ বার রাহুল গাঁধীর জন্মদিন অন্য ভাবে পালন করলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। লকডাউন এবং ঘূর্ণিঝড় ‘আমপান’-এর জেরে বিপর্যস্ত মানুষের মধ্যে শুক্রবার বিধান ভবনে খাদ্যসামগ্রী বিতরণ করা হল। সঙ্কটে থাকা বিপন্ন মানুষের সমস্যার কথা শোনেন প্রদেশ কংগ্রেস নেতারা। তাঁদের যথাসম্ভব সাহায্যের আশ্বাসও দেন। তার আগে লাদাখ সীমান্তে সংঘর্ষে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিধান ভবনের অনুষ্ঠানে এ দিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, দেবপ্রসাদ রায়, অমিতাভ চক্রবর্তী, শুভঙ্কর সরকার প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement