ফের পবন রুইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো সিআইডি। আগামী কাল, শুক্রবার, ভবানী ভবনে আসতে বলা হয়েছে তাঁকে। সঙ্গে ডাকা হয়েছে তাঁর সংস্থার দুই কর্তাকেও। ওই দু’জনকে আগেও জেরা করেছিল সিআইডি। কিন্তু তাঁদের কথায় অখুশি তদন্তকারীরা।
জেসপ কারখানায় আগুন লাগা ও চুরির ঘটনার তদন্তে যত ক্ষণ তদন্তকারীকে সাহায্য করবেন, তত ক্ষণ পবন রুইয়ার বিরুদ্ধে ক়ড়া কোনও আইনি ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
আগুন লাগা ও কারখানার মালপত্র চুরির ঘটনায় পবনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দমদম থানার পুলিশ। সেই এফআইআর খারিজেরআবেদন জানিয়ে জেসপ কর্তা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বুধবার সেই মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের আদালতে। হাইকোর্ট এ দিন নির্দেশ দিয়েছে, তদন্তকারীকে সাহায্য করতে হবে পবন রুইয়াকে। যত ক্ষণ তিনি তদন্তে সাহায্য করবেন, তত ক্ষণ তাঁর বিরুদ্ধে কড়া কোনও আইনি ব্যবস্থা নেওয়া যাবে না।
এ দিন জেসপ কর্তার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও গুরুদাস মিত্র এফআইআর খারিজের আবেদন জানিয়ে আদালতে বলেন, জেসপের মালিকানা পবন রুইয়ার হাতে নেই। তিনি সংস্থার কোনও অংশীদারও নন। কারখানার গুদামে তিনিই আগুন লাগিয়েছেন এবং চুরি করিয়েছেন, এমন কোনও নির্দিষ্ট অভিযোগও পবনের বিরুদ্ধে নেই। জনসমক্ষে তাঁকে হেয় করার জন্য মিথ্যা ও অকারণে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
সরকারি কৌঁসুলি প্রসূন দত্ত আদালতে জানান, জেসপ কর্তার যদি গ্রেফতারির আশঙ্কা থাকে, তা হলে তিনি আদালত থেকে আগাম জামিন নিতে পারেন। কিন্তু আগুন লাগা বা চুরির ঘটনায় এফআইআর বাতিল হবে কেন। আগুন লাগা ও চুরির তদন্ত শুরু করেছে পুলিশ। সেই তদন্ত বন্ধ করা যায় না। এফআইআর খারিজ হলে তদন্তও বন্ধ করে দিতে হয়।
দু’পক্ষের সওয়াল শুনে হাইকোর্ট ওই নির্দেশ দেয় এবং একই সঙ্গে জানিয়ে দেয়, এই মামলার নিষ্পত্তি হবে হাইকোর্টেরই নির্দিষ্ট বিচারপতির আদালতে।
জেসপে আগুন লাগা ও মালপত্র চুরির ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। সূত্রের খবর, এ দিনই ভবানী ভবনে হাজির হওয়ার জন্য পবন রুইয়াকে সিআইডি-র তদন্তকারী অফিসার নোটিস পাঠিয়েছিলেন। কিন্তু এ দিন তিনি ভবানী ভবনে যাননি।
সিআইডি সূত্রের খবর, তদন্তকারীদের সামনে হাজির হওয়ার জন্য আরও দুবার সমন পাঠানো হবে পবন রুইয়াকে। সেই সমন পেয়ে তদন্তকারীদের কাছে জেসপের মালিক না গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে তাঁকে গ্রেফতারও করা হতে পারে।