পার্থ চট্টোপাধ্যায়।
মূলধারার মতোই ছাত্র রাজনীতিতেও বিজেপি-বিরোধী ঐক্যের বাতাবরণ তৈরির চেষ্টা করছে শাসক দল।
রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে বিগত দু’বছর ছাত্র সংসদের ভোট বন্ধ রয়েছে। শাসক পক্ষ এ বার কলেজে ভোট করতে তৎপর। ছাত্র সংসদ দখল নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সে জন্য তৃণমূল ছাত্র পরিষদের পাশাপাশি অন্যান্য দলের ছাত্র সংগঠনকে নিয়ে বৈঠক করতে চান শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবুর বক্তব্য, ‘‘বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-কে বাদ দিয়ে অন্যান্য ছাত্র সংগঠনগুলিকে নিয়ে শীঘ্রই আলোচনায় বসব। ভোট নিয়ে সংগঠনগুলির বক্তব্য কী, জানব।’’ বিকাশ ভবনে ওই বৈঠকে কেন এবিভিপি-কে ডাকা হবে না, তা নিয়ে অবশ্য মম্তব্য করেননি পার্থবাবু।
বিগত ছাত্রভোটে তৃণণূল ছাত্র পরিষদ (টিএমসিপি) অনেক জায়গায় বিরোধী দলের ছাত্র সংগঠনগুলিকে মনোনয়নের সুযোগ দেয়নি বলে অভিযোগ ওঠে। এ বার তা যাতে না হয়, তার জন্য টিএমসিপি-কে সতর্ক করেছেন পার্থবাবু। কবে ভোট হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে শাসক পক্ষ দ্রুত ভোট করতে চান বলে পার্থবাবুর ইঙ্গিত। প্রতি বছরের বদলে ছাত্র সংসদ দু’বছরের জন্য নির্বাচিত হলে তাদের কাজ করতে সুবিধা হয় বলেও পার্থবাবুর অভিমত।
২৮ অগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে তৃণমূলের ছাত্র-সমর্থকদেরই যাতে আনা হয়, সে ব্যাপারেও পরামর্শ দিয়েছেন পার্থবাবু।