Partha Chatterjee

Partha Chatterjee: কৌঁসুলির সঙ্গে কথা, বইও আনালেন পার্থ

সূত্রের খবর, আপাতত উচ্চ আদালতে জামিনের আবেদন জানিয়ে এই মামলায় কোনও সুরাহা হওয়ার নয় বলে আইনজীবীরা পার্থকে পরামর্শ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ০৬:৫২
Share:

ফাইল চিত্র।

বায়না ধরে সোমবার জেল ক্যান্টিন থেকে আলুর চপ আর বেগুনি আনিয়ে খেয়েছিলেন তিনি। মঙ্গলবার জেল হেফাজতে আইনজীবীর মাধ্যমে বাইরে থেকে নিজের পছন্দের বই আনালেন স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং প্রাথমিক টেট দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর মধ্যে জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা লক্ষ করা গিয়েছে বলে জানান জেলকর্মীরা।

Advertisement

অন্য দিকে, একই মামলায় অভিযুক্ত পার্থ-বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে আলিপুর মহিলা জেলে মাঝেমধ্যে সেলের মধ্যে বসে ধ্যান করতে দেখা গিয়েছে বলে সূত্রের খবর। এ ছাড়া জেলে দুপুরের খাবার নিয়ে অল্প কিছু অভিযোগ ছাড়া বসে-শুয়ে এবং অন্য বন্দিনিদের সঙ্গে কথা বলে সময় কাটাচ্ছেন তিনি।

এ দিন দুপুরে এক মহিলা আইনজীবী প্রেসিডেন্সি জেলে পার্থের সঙ্গে দেখা করতে যান। জেলের অফিসে প্রায় আধ ঘণ্টা ধরে ওই আইনজীবীর সঙ্গে আইনি শলাপরামর্শ করেন অভিযুক্ত মন্ত্রী। সেই সময়েই ওই আইনজীবী তাঁকে দু’টি ইংরেজি রাজনৈতিক বই দিয়েছেন বলে জেল সূত্রের খবর। সেলের বাইরে থাকা ড্রামের জলে স্নান করেছেন পার্থ। সকালে খেয়েছেন মাখন টোস্ট, চা আর বিস্কুট। দুপুরে ভাত-ডাল-তরকারি। প্রাক্তন মন্ত্রী এ দিন আর ক্যান্টিন থেকে কোনও খাবার কিনে খাননি বলে জানান কারাকর্তারা।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রের খবর, আপাতত উচ্চ আদালতে জামিনের আবেদন জানিয়ে এই মামলায় কোনও সুরাহা হওয়ার নয় বলে আইনজীবীরা পার্থকে পরামর্শ দিয়েছেন। তার পর থেকেই কিছুটা বিমর্ষ ছিলেন পার্থ। তবে কারাকর্মীদের একাংশের পর্যবেক্ষণ, প্রাক্তন মন্ত্রী ধীরে ধীরে জেলের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টার কসুর করছেন না। শুক্রবার আদালত থেকে রাতে জেলে ঢোকার পরে চিকিৎসক ও কারাকর্তারা যখন তাঁকে দেখতে যান, সেই সময় নিজের সমস্যা ছাড়া আর কোনও কথাই বলছিলেন না তিনি। এখন মাঝেমধ্যে সেল থেকে বেরিয়ে আশেপাশে কর্তব্যরত রক্ষীদের সঙ্গে কথা বলছেন নিজের থেকেই।

চিকিৎসকেরা এ দিনেও পার্থের শারীরিক পরিস্থিতি পরীক্ষা করেন। তিনি চিকিৎসকদের জানান, শরীরের বেশ কয়েকটি জায়গায় ব্যথা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার দিকে সব সময়েই সতর্ক নজর রাখা হচ্ছে বলে জেল হাসপাতাল সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement