উপাচার্যদের আশ্বাস পার্থের

নতুন বিধিতে বলা হয়েছে, উপাচার্যেরা সরাসরি রাজ্যপাল-আচার্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ০৫:০৩
Share:

—ফাইল চিত্র।

নতুন উচ্চশিক্ষা বিধি বিশ্ববিদ্যালয় ও উপাচার্যদের স্বাধিকারে হস্তক্ষেপ বলে শিক্ষা ও রাজনৈতিক শিবিরের অভিযোগ। শুক্রবার উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকেও সেই বিধির প্রসঙ্গ ওঠে। শিক্ষা সূত্রের খবর, এই বিধিতে উপাচার্যদের ক্ষমতা বাড়ল বলেই তাঁদের আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।

Advertisement

নতুন বিধিতে বলা হয়েছে, উপাচার্যেরা সরাসরি রাজ্যপাল-আচার্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। সেটা করতে হবে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে। উপাচার্য ও সহ-উপাচার্যেরা বিদেশ যেতে চাইলে মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে।

সিবিসিএস পদ্ধতিকে ঘিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কী কী অসুবিধায় পড়ছে, তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। স্থির হয়, উপাচার্য ও কলেজের অধ্যক্ষদের নিয়ে এ বিষয়ে আলাদা বৈঠক হবে। শিক্ষামন্ত্রী জানান, ৩-৪ এপ্রিল ‘শিক্ষামেলা’য় বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন পাঠ্যক্রমের তথ্য জানাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement