বিশ্বভারতীতে বসন্তোৎসব।—ফাইল চিত্র।
বিশ্বভারতী কর্তৃপক্ষ দোলের দিন বসন্তোৎসব করতে না চাওয়ায় অসন্তুষ্ট রাজ্য সরকার। তাদের বক্তব্য, দোলের দিন বসন্তোৎসব করা বিশ্বভারতীর ঐতিহ্য। আইনশৃঙ্খলা জনিত অসুবিধা থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করতে পারেন। কিন্তু ঐতিহ্যকে বিসর্জন দেওয়া সমীচীন নয়।
রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘‘দোলের দিন বসন্তোৎসব করার ক্ষেত্রে আইনশৃঙ্খলার সমস্যা থাকলে বিশ্বভারতীয় কর্তৃপক্ষ রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে পারেন। প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁরা কথা বলতে পারেন। কিন্তু সে সব না করে প্রথমেই ওঁরা দোলের দিন বসন্তোৎসবের ঐতিহ্য থেকে সরে আসার কথা ভাবছেন কেন?’’
বিশ্বভারতী কর্তপক্ষ যে এ বার দোলের দিন বসন্তোৎসব করতে চাইছেন না, তা জানা গিয়েছে সোমবার। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেছেন, ‘‘গত বছর বসন্তোৎসবে আড়াই লক্ষ মানুষ এসেছিলেন এবং চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। উৎসবের শেষে কর্তৃপক্ষকে ১৫ ট্রাক্টর আবর্জনা এবং ৩৫ বস্তা মদের বোতল পরিষ্কার করতে হয়েছিল।’’ তাঁর অভিযোগ, সে সময় তাঁরা প্রশাসনের সাহায্য পাননি। এ দিন শিক্ষামন্ত্রীর প্রস্তাবের কথা শুনে অনির্বাণ বলেন, ‘‘শিক্ষামন্ত্রী কী বলেছেন, আমার জানা নেই। সত্যিই এমন কিছু বলে থাকলে তার প্রমাণ দিন। সেই অনুযায়ী আমরা প্রতিক্রিয়া জানাব।’’