জোকা ইএসআইয়ে পার্থ। নিজস্ব চিত্র।
স্বাস্থ্যপরীক্ষার পর আবার সিজিও কমপ্লেক্সে ফিরিয়ে নিয়ে যাওয়া হল পার্থ এবং অর্পিতাকে। সূত্রের খবর অনুযায়ী, ৪৮ ঘণ্টা পরে আবারও স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।
পার্থর পর হাসপাতাল থেকে বেরোলেন অর্পিতাও। তাঁকেও আবার সিজিও-তে ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলেই সূত্রের খবর।
স্বাস্থ্যপরীক্ষার পর জোকার ইএসআই হাসপাতালের বাইরে বেরোলেন পার্থ। পায়ে হেঁটে ঢুকলেও হাসপাতাল থেকে বেরোনোর সময় তাঁকে হুইলচেয়ারে বসে বেরোতে দেখা গেল। পার্থকে আবার সিজিও কমপ্লেক্সে ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলেই সূত্রের খবর। তবে হাসপাতাল থেকে এখনও বার করা হয়নি অর্পিতাকে।
জোকা ইএসআই হাসপাতালে পার্থ এবং অর্পিতার স্বাস্থ্যপরীক্ষা শুরু হল। নির্দেশ মতো সমস্ত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেই জানা গিয়েছে।
ইএসআই হাসপাতালে পৌঁছলেন পার্থ-অর্পিতা। বেলা ১১টা ২০ মিনিটে তাঁরা সেখানে পৌঁছন। কিছু ক্ষণের মধ্যেই শুরু হবে স্বাস্থ্যপরীক্ষা।
কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির তিনটি আলাদা দল সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছে। ইডির তরফে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হতে পারে বলেও সূত্রের খবর।
স্বাস্থ্যপরীক্ষার জন্য আদালতের নির্দেশে সোমবার সকালে তাঁকে ভুবনেশ্বর এমসে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর শরীরের সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। ওই দিনই পার্থকে সোমবার বিশেষ ইডি আদালতে ভার্চুয়ালি হাজির করানো হয়। বিচারক তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। তবে ৪৮ ঘণ্টার ব্যবধানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। সেই স্বাস্থ্যপরীক্ষার জন্যই তাঁকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে বলেই সূত্রের খবর।
সিজিও কমপ্লেক্স থেকে বার করে আনা হল রাজ্যের নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় ধৃত শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁদের দু’জনকেই জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।