Arpita Mukherjee

জেলমুক্তি, বাড়ি ফিরলেন অর্পিতা

এ দিন অর্পিতা আলিপুর মহিলা সংশোধনাগারে ফিরে এসেছিলেন। তার পর জামিনের সব নথি সংশোধনাগারে জমা দিয়ে বাড়ি ফিরে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০৬:২৭
Share:

অর্পিতা মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

অবশেষ জামিনে মুক্ত হলেন ইডি ও সিবিআইয়ের মামলায় জেল হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ আলিপুর মহিলা সংশোধনাগার থেকে বেলঘিরয়ার বাড়িতে ফেরেন অর্পিতা। সম্প্রতি তার মাতৃবিয়োগ হয়েছে। তাই বৃহস্পতিবার থেকে প্যারোলে বাড়ি ফিরেছিলেন। সোমবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালত থেকে শর্তাধীন জামিন পান তিনি।

Advertisement

এ দিন অর্পিতা আলিপুর মহিলা সংশোধনাগারে ফিরে এসেছিলেন। তার পর জামিনের সব নথি সংশোধনাগারে জমা দিয়ে বাড়ি ফিরে যান। অর্পিতার আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য বলেন, ‘‘পাঁচ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছিল। ওই টাকা দ্রুত সংগ্রহ করতে অনেক সময় লেগেছে। অনেকের কাছ থেকে টাকা নিতে হয়েছে। আদালতে দুপুরের পর টাকা জমা দেওয়া হয়। আদালতে নির্দেশে সংশোধনাগারে গিয়ে সেই রিপোর্ট জমা দেওয়ার পর অর্পিতা মুক্তি পেয়েছেন।’’ ২০২২ সালের ২৩ জুলাই অর্পিতাকে গ্রেফতার করে ইডি। তাঁর দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা, বহুমূল্যের সোনার গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement