Forward Bloc

Forward Bloc: আলোচনা করেই পরিবর্তন, বিদ্রোহীদের জবাব ফ ব নেতৃত্বের

মতাদর্শগত প্রশ্ন উড়িয়ে দিয়ে ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস অবশ্য দাবি করেছেন, দলের অভ্যন্তরে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়েই যা পরিবর্তন হওয়ার, হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ০৭:০৩
Share:

ফরওয়ার্ড ব্লকের নতুন পতাকার সামনে দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। নিজস্ব চিত্র।

দলের পুরনো এবং নতুন পতাকা নিয়ে সমান্তরাল ভাবে পালিত হল ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস! কাস্তে-হাতুড়ি চিহ্ন বাদ দিয়ে দলের নতুন পতাকা তুলে আনুষ্ঠানিক ভাবে ৮৩তম প্রতিষ্ঠা দিবস পালন করেছেন ফ ব নেতৃত্ব। আর কাস্তে-হাতুড়ি সমন্বিত পুরনো পতাকা নিয়ে ৬টি জেলার বিভিন্ন জায়গায় কর্মসূচি করেছে বিদ্রোহী তরুণ নেতা আলি ইমরান রাম্জের (ভিক্টর) ‘আজাদ হিন্দ মঞ্চ’। ভিক্টর-সহ বিদ্রোহী নেতাদের তোলা মতাদর্শগত প্রশ্ন উড়িয়ে দিয়ে ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস অবশ্য দাবি করেছেন, দলের অভ্যন্তরে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়েই যা পরিবর্তন হওয়ার, হচ্ছে।

Advertisement

দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুলে ৪৮ ঘণ্টা আগে ভিক্টর অভিযোগ করেছিলেন, হঠাৎ করে পতাকা পরিবর্তন করে দলের গঠনতন্ত্র থেকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বাদ দিয়ে ডানপন্থী অভিমুখে যেতে চাইছেন ফ ব নেতৃত্ব। হেমন্ত বসু ভবনে বুধবার ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রতবাবুর ব্যাখ্যা, ‘‘পতাকা বা গঠনতন্ত্রে পরিবর্তন কোনও কিছুই এক দিনে হচ্ছে না। দু’টো পার্টি কংগ্রেস, দু’টো জাতীয় কাউন্সিল অধিবেশন পার হয়েছে এই নিয়ে। রাজনৈতিক বিষয়ে বিতর্ক থাকবেই। কিন্তু সেটা নিয়ে দলের অভ্যন্তরেই আলোচনা করা যেত।’’ ভিক্টরদের অভিযোগ ছিল, দলে বিরুদ্ধ মত প্রকাশ করতেই দেওয়া হয়নি। দেবব্রতবাবু এ দিন বলেন, ‘‘পার্টি কংগ্রেস, জাতীয় কাউন্সিল, এমনকি, কেন্দ্রীয় কমিটির বৈঠকেও ওঁরা অন্য কিছু বলেননি। সব তো নথিভুক্ত আছে।’’ রাজ্যে ‘অগণতান্ত্রিক ভাবে’ দল পরিচালনার অভিযোগ সম্পর্কে তিনি অবশ্য মন্তব্য করতে চাননি রাজ্য নেতৃত্বের বিষয় বলে। তবে দেবব্রতবাবুর আশা, এখন বিরোধ হলেও বিদ্রোহী নেতারা শেষ পর্যন্ত দলের সঙ্গেই থাকবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement