মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
পঞ্চায়েত ভোট কবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। আগামী ১৬ মে শুরু হচ্ছে রমজান মাস। তার আগেই ভোটপর্ব সেরে ফেলতে চায় রাজ্য নির্বাচন কমিশন। সেই হিসাবে এ মাসের শেষে বা এপ্রিলের গোড়াতেই ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য তৈরি হচ্ছিলেন কমিশন কর্তারা। তাতে মৌখিক সায়ও ছিল নবান্নের। কিন্তু বুধবার বীরভূম ও ডেবরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পঞ্চায়েত ভোট তো অগস্টে হওয়ার কথা। জুন-জুলাই-অগস্টে যখনই হোক হবে। কিন্তু তার আগে উন্নয়নের কাজগুলি যেন পড়ে না থাকে।’’
মুখ্যমন্ত্রীর এমন কথার পরেই রাজ্য নির্বাচন কমিশন এবং নবান্নের কর্তারা রীতিমতো সংশয়ে। যদিও কমিশন তাদের প্রস্তুতি চালিয়ে যাবে বলে জানিয়েছে। সেই মতো এ দিন জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠকও হয়েছে এ দিন। বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ বলেন, ‘ মনোনয়নপত্র প্রত্যাহার এবং নিরীক্ষণ নিয়ে বহু অভিযোগ আসে। সে দিকে বাড়তি নজর দিতে হবে।’ পাশাপাশি, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির স্তরে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা না দেওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীরা মহকুমাশাসকের অফিসে তা জমা দিতে পারবেন বলেও জানিয়ে দেন কমিশনার। আগামিকাল, শুক্রবার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে কমিশনের দফতরে।
সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছর পঞ্চায়েত ভোট হয়েছিল জুলাই-অগষ্ট মাসে। ত্রিস্তর পঞ্চায়েতগুলির বোর্ড গঠন হয়েছিল সেপ্টেম্বর মাস পর্যন্ত। ফলে এ বার আগে ভোট হলেও পুরনো বোর্ডের পাঁচ বছর মেয়াদ শেষ না হলে তা ভেঙে দেওয়া যাবে না। যদিও বর্ষা শুরুর আগেই পঞ্চায়েত ভোট করতে চেয়ে কমিশন তৎপর হয়েছে। সেই হিসাবে ভোটকর্মী, পর্যবেক্ষক, নিরাপত্তা কর্মী চেয়ে রাজ্যকে বেশ কয়েকটি চিঠি দিয়েছে কমিশন। কমিশন অন্তত তিন দফায় পঞ্চায়েত ভোট করানোর জন্য সরকারের কাছে ইচ্ছাপ্রকাশ করেছে। কিন্তু তা নিয়ে সরকারিভাবে কোনও সম্মতি এখনও নবান্ন দেয়নি। শুধুমাত্র রমজানের আগে ভোট সেরে ফেলার পরিকাঠামো তৈরি কি না, তা জানতে চেয়েছে নবান্ন। তাতেই অনেকে ভেবেছিলেন ২-১৫ মে-র মধ্যে ভোট হয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্যে তা নিয়ে এখন সংশয় চরমে।
দিনক্ষণ ঠিক না হলেও মুখ্যমন্ত্রী অবশ্য জেলায় জেলায় গিয়ে তৃণমূলকেই ফের জেতানোর ডাক দিয়েছেন। এ দিনও ডেবরায় মমতা, ‘‘যাঁরা আপনাদের জন্য কাজ করেছে, সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছে, তাঁদেরকেই নিশ্চয়ই আপনারা জেতাবেন। আমাদের প্রশাসনকে কাজ করার সুযোগ দেবেন।’’