P. C. Sorcar Jr.

P. C. Sorcar: ভাই খুবই ভাল জাদুকর, কিন্তু চেয়ার একটাই, সেখানে আমি বসে পড়েছি: পিসি সরকার জুনিয়র

তাঁর জন্যই মায়াবিদ্যায় খ্যাতি অর্জন করতে পারেননি পিসি সরকার ইয়ং। এমন দাবিকে গুরুত্ব দিতেই নারাজ পিসি সরকার জুনিয়র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ০৯:০১
Share:

জাদুকর প্রদীপচন্দ্র সরকার (পিসি সরকার জুনিয়র)।

ভাল জাদুকর হয়েও তাঁর মতো খ্যাতি পাননি ছোট ভাই প্রভাসচন্দ্র সরকার (পিসি সরকার ইয়ং)। কারণ, চেয়ার একটাই। অনেকটা ‘মিউজিক্যাল চেয়ার’ খেলার মতোই বাবা প্রতুলচন্দ্র সরকার (পিসি সরকার)-এর প্রয়াণের পর তাঁর ছেড়ে যাওয়া চেয়ারে তিনি বসে পড়েছেন। আনন্দবাজার অনলাইনের লাইভ অনুষ্ঠান ‘অ-জানা কথা’য় এমনটাই জানালেন জাদুকর প্রদীপচন্দ্র সরকার (পিসি সরকার জুনিয়র)।

Advertisement

শনিবারের সান্ধ্য-আড্ডায় নিজের ভাই সম্পর্কে বলতে গিয়ে সদাহাস্য জাদুকর বলেন, ‘‘পরীক্ষা তো একটাই হয়। প্রশ্নপত্রও একটা। আর পরীক্ষায় প্রথমও এক জনই হন। আসলে এখানে ব্যক্তি-স্বাতন্ত্র্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমার ভাইও অসাধারণ জাদুকর। কিন্তু চেয়ার তো একটাই। মিউজিক্যাল চেয়ারের মতো, আমি ওই চেয়ারে বসে পড়েছি।’’

তবে জাদুবিদ্যায় তাঁর ভাই যদি বাবার মতো খ্যাতির অধিকারী হতেন, তা হলে একেবারেই তিনি অখুশি হতেন না। বরং সেরার তকমা সরকার পরিবারের মুকুটে সেঁটে রয়েছে দেখে তিনি খুশিই হতেন বলে জানালেন সরকার জুনিয়র। তাঁর কথায়, ‘‘ভাই এসে বলতেই পারে, মেজদা তুই বসে পড়়লি (চেয়ারে)? আসলে আমি বসি আর ও-ই বসুক, সেরার তকমা তো আমাদের পরিবারেই আটকে থাকবে। এতেই আমার আনন্দ। যেমন, সত্যজিৎবাবুর পরিবারে আটকে থেকেছে। তিনিও সেরা। তাঁর ছেলেও সেরা। তাঁর বাবাও সেরা।’’

Advertisement

প্রদীপের জন্যই মায়াবিদ্যায় খ্যাতি অর্জন করতে পারেননি ভাই। এমন দাবিকে গুরুত্ব দিতেই নারাজ পিসি সরকার জুনিয়র। তিনি বলেন, ‘‘ভাই তো অসাধারণ পাইলট। এ দিকে, আমি তো প্লেন চালাতে পারি না। কোনও বিশেষ কিছুতে কেউ দাগ কাটতে পারল কি পারল না, তা নিয়ে সমালোচনা সমালোচকদের ব্যক্তিগত বিষয়। তাঁদের রুচির পরিচয়। আসলে আমাদের প্রত্যেকের মধ্যে পিসি সরকার লুকিয়ে থাকেন। সেটা আমাদের বার করে আনতে হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement