Oxygen Cylinder

অক্সিজেন পরিষেবায় সহায়তা প্রবাসী তরুণীর

পরিষেবা কেন্দ্রে সর্ব ক্ষণের জন্য রয়েছেন চিকিৎসক, নার্স এবং সাফাইকর্মী, যাঁদের সকলকে ন্যূনতম সাম্মানিক দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২১ ০৬:১৬
Share:

মৌমিতা পাল।

সঙ্কট-কালে নাগরিক সাহায্যের দৌলতে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর নজির ফের দেখা গেল রাজ্যে। মধ্যমগ্রামের দোলতলা অঞ্চলে চার শয্যাবিশিষ্ট অক্সিজেন পরিষেবা কেন্দ্র চালু হল। যার জন্য আর্থিক সহায়তা এল প্রবাসী তরুণীর কাছ থেকে। মধ্যমগ্রাম বিধানপল্লীর ২৫ বছরের তরুণী মৌমিতা পাল পড়াশোনা ও চাকরির সূত্রে এখন আয়ারল্যান্ড প্রবাসী। পড়াশোনার সময়ের সঞ্চিত হাতখরচের টাকা এবং চাকরিজীবি হিসাবে বেতনের একটা বড় অংশের টাকা পাঠিয়ে তিনি মধ্যমগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে অনুরোধ করেন আক্রান্ত মানুষের স্বার্থে একটি অক্সিজেন পরিষেবা কেন্দ্র খুলতে। মৌমিতার পাঠানো টাকায় আপাতত কেনা হয়েছে চারটি অক্সিজেন সিলিন্ডার, একটি অক্সিজেন কনসেন্ট্রেটর, চারটি শয্যা, দু’টি স্যানেটাইজ়িং মেশিন এবং চারটি পালস অক্সিমিটার। পরিষেবা কেন্দ্রে সর্ব ক্ষণের জন্য রয়েছেন চিকিৎসক, নার্স এবং সাফাইকর্মী, যাঁদের সকলকে ন্যূনতম সাম্মানিক দেওয়া হবে। মৌমিতার ভূমিকায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এসেছেন আরও অনেক মানুষ। যে সংগঠনের উদ্যোগে পরিচালিত হচ্ছে এই কেন্দ্র, সেই ‘মাস’-এর সম্পাদক অনির্বাণ চৌধুরী জানান, ভবিষ্যতে এটিকে বড় করার চেষ্টা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement