বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফাইল চিত্র
বিজেপির ডাকা বন্ধের দিন সরকারি কর্মীদের অফিসে আসতে বাধার মুখে পড়তে হবে বলে কার্যত হুমকি দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার তিনি বলেন, ‘‘বন্ধের দিন আমাদের কর্মীরা রাস্তায় থাকবেন। সরকার বাস চালাবে বলছে। কর্মীদের অফিসে আসতে বলছে। আমরাও দেখব, তাঁরা কী ভাবে অফিসে পৌঁছন!’’
বন্ধ উদ্যোক্তার এই বক্তব্য থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল। যদিও দিলীপবাবুর দাবি, ‘‘মানুষ বন্ধ সমর্থন করবেন।’’ কিন্তু ইচ্ছুক সরকারি কর্মীদের অফিসে আসতে বাধা পাওয়ার যে আগাম হুঁশিয়ারি তিনি দিয়ে রেখেছেন, তা ‘মানুষের সমর্থন’ পাওয়ার সঙ্গে মেলে না বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।
রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী পাল্টা জানিয়েছেন, ‘‘দিলীপবাবুর চ্যালেঞ্জ আমরা নিলাম। তবে আইনের ঊর্ধ্বে কেউ নয়। কেউ আইন ভাঙলে, ব্যবস্থা নেবে সরকার। মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তার ব্যবস্থা আমরা করব। বাধা দিতে এলে উত্তর দিনাজপুরে বিজেপি সভাপতির অবস্থা (পুলিশকে হুমকি দিয়ে গ্রেফতার) যা হয়েছে, এখানেও তা-ই হবে।’’
সিপিএম এবং কংগ্রেস জানিয়ে দিয়েছে, তারা কোথাও সংঘর্ষের রাস্তায় যাবে না। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘আমরা বিজেপি বা তৃণমূলের সঙ্গে মারামারি করতে যাব না। ওই দিন সিইএসসি অভিযান কর্মসূচি নিয়ে আমাদের কর্মীরা রাস্তায় থাকবেন।’’ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও বলেন, ‘‘আমরা মারামারি-কাটাকাটিতে নেই। রাস্তায় নেমে কাউকে বাধা দিচ্ছি না। তবে ইসলামপুরের ঘটনায় বন্ধ ডেকে বিজেপির ঘোলা জলে মাছ ধরার চেষ্টা আমরা কোনও ভাবেই সমর্থন করি না।’’
বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছেন, বন্ধের দিন দলীয় কর্মীরা জেলায় জেলায় মিছিল করবেন। কলকাতায় শ্যামবাজার এবং হাজরা থেকে দু’টি মিছিল করার পরিকল্পনা রয়েছে।