ফাইল চিত্র।
হুগলি জেলার কনটেনমেন্ট জ়োনের সরকারি তালিকায় বৈদ্যবাটি ও তার আশেপাশের অন্য পুরসভার লাগোয়া ওয়ার্ডের কোনও উল্লেখ নেই। তা সত্ত্বেও শেওড়াফুলির কাঁচা আনাজের পাইকারি বাজার পুরনো জায়গায় খুলতে না দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা ও চাঁপদানির কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান।
চিঠিতে বৃহস্পতিবার ক্ষুব্ধ মান্নান লিখেছেন, ‘আপনাকে এবং প্রশাসনিক আধিকারিকদের অনেক বার বোঝানোর চেষ্টা করেছি। আমার জ্ঞান খুবই সীমিত বলে কাউকে বোঝাতে পারিনি। যাই হোক, প্রশাসন যা ইচ্ছে, তা-ই করতে পারে। আমি আর বিরক্ত করতে চাই না’। মান্নানের অভিযোগ, অন্যান্য কিছু ‘বিপজ্জনক’ এলাকায় পাইকারি বাজার চালু থাকলেও একমাত্র শেওড়াফুলির ক্ষেত্রেই এই সিদ্ধান্ত।
শেওড়াফুলির ওই পাইকারি হাট বন্ধ থাকায় এক দিকে যেমন বহু বিক্রেতা সমস্যায় আছেন, তেমনই আশেপাশের এলাকায় আনাজের দাম বেশ কিছু দিন ধরে অনেক বেড়ে গিয়েছে। হুগলি জেলার ১৮টি কনটেনমেন্ট জ়োনের সরকারি তালিকাও চিঠির সঙ্গে জুড়ে দিয়েছেন বিরোধী নেতা।
আরও পডু়ন: লকডাউনের মাঝে গোয়ায় ঘুরে বেড়াচ্ছে ব্ল্যাক প্যান্থার! ছবি শেয়ার করলেন মুখ্যমন্ত্রী
আরও পডু়ন: সুপ্রিম কোর্টের শুনানির সময় বাথরুমে ফ্লাশের শব্দ শুনল গোটা বিশ্ব
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)