আলাপন নিয়োগের আইন বাতিল চেয়ে মামলা হাইকোর্টে

রাজ্য নির্বাচন কমিশনের যে আইনের ধারাকে হাতিয়ার করে সরকারেরই এক আমলাকে অস্থায়ী নির্বাচন কমিশনারের পদে বসিয়েছে রাজ্য সরকার, এ বার সেই ধারাকেই চ্যালেঞ্জ করে মামলা করা হল হাইকোর্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ১২:০০
Share:

রাজ্য নির্বাচন কমিশনের যে আইনের ধারাকে হাতিয়ার করে সরকারেরই এক আমলাকে অস্থায়ী নির্বাচন কমিশনারের পদে বসিয়েছে রাজ্য সরকার, এ বার সেই ধারাকেই চ্যালেঞ্জ করে মামলা করা হল হাইকোর্টে।

Advertisement

১৯৯৪ সালের রাজ্য নির্বাচন কমিশনের তিন নম্বর ধারার দু’নম্বর উপধারা অনুযায়ী, রাজ্য নির্বাচন কমিশনার যদি হঠাত্ অসুস্থ হয়ে পড়েন, বা ইস্তফা দেন, তা হলে অস্থায়ী ভাবে সেই পদে নিয়োগের অধিকার রয়েছে রাজ্যের। মামলাকারীদের দাবি, এর ফলে সাময়িক ভাবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে রাজ্যের হাতে। কিন্তু সংবিধানের ২৪৩ জেড-এ ধারা মতে, রাজ্য নির্বাচন কমিশনার কারও নিয়ন্ত্রণে থাকতে পারেন না। ২০০৬ সালে সুপ্রিম কোর্ট একটি মামলার রায়ে (কিষাণ সিংহ তোমার বনাম মিউনিসিপ্যাল কর্পোরেশন, গুজরাত) সংবিধানের ওই ধারাই বহাল রেখেছে‌। এই অবস্থায় তিন নম্বর ধারার সাংবিধানিক বৈধতাকেই চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হল হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি দীপঙ্কর দে-র এজলাসে এই বিষয়ে মামলা করার অনুমতি চেয়ে আবেদন করা হয় আইনজীবী অরুণাভ ঘোষের পক্ষ থেকে। আবেদন গ্রহণ করে মামলাকারী আইনজীবীদের বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছেন বিচারপতি দত্ত। সব পক্ষ উপস্থিত থাকলে এ দিন দুপুর দু’টোয় মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।

এই সংক্রান্ত আরও খবর
নিয়োগে নীতির কাঁটা, আইন বাতিল চেয়েই কোর্টের রাস্তায়

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement