সামাজিক সুরক্ষার সুবিধা অনলাইনে

কাঁকুড়গাছি উৎসবের মঞ্চে বুধবার আনুষ্ঠানিক ভাবে চালু হল অনলাইন পরিষেবা ব্যবস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৪:২২
Share:

অনুষ্ঠানে শ্রমমন্ত্রী মলয় ঘটক। —নিজস্ব চিত্র।

সামাজিক সুরক্ষা প্রকল্পে এত দিন অনলাইনে নাম নথিভুক্ত করা যেত। এ বার থেকে অনলাইনেই পাওয়া যাবে সামাজিক সুরক্ষার নানা প্রকল্পের সুবিধা।

Advertisement

কাঁকুড়গাছি উৎসবের মঞ্চে বুধবার আনুষ্ঠানিক ভাবে চালু হল অনলাইন পরিষেবা ব্যবস্থা। অনুষ্ঠানে ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং দফতরের দুই প্রতিমন্ত্রী জাকির হোসেন ও নির্মল মাজি। শ্রমমন্ত্রীর মতে, অনলাইন পরিষেবা চালু হওয়ায় কয়েক কোটি মানুষ উপকৃত হবেন। রাজ্যের শ্রম কমিশনার জাভেদ আখতারের বক্তব্য, এর ফলে আরও স্বচ্ছ ও সুষ্ঠু ভাবে পরিষেবা দেওয়া যাবে। অনলাইনে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে গ্রাহকের কাছে। গোটা রাজ্য থেকে শ্রমদফতরের আধিকারিকেরা এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement