গ্রিড বিরোধী আন্দোলনের সময় পুলিশের উপরে হামলায় অভিযুক্ত ভাঙড়ের আরও এক আন্দোলনকারীকে গ্রেফতার করল সিআইডি। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার শাসন থেকে আবুল হোসেন মোল্লা নামে ওই ব্যক্তিকে ধরা হয়। তাঁর বাড়ি ভাঙড়ের খামারআইট গ্রামে। এই নিয়ে ভাঙড়-কাণ্ডে চার নকশাল নেতা-সহ ১৭ জনকে গ্রেফতার করা হল।
সিআইডি সূত্রের খবর, আবুল নকশাল নেতাদের ঘনিষ্ঠ। তিনি মূলত আন্দোলনের জন্য মজুত অস্ত্র দেখভালের কাজ করতেন। আবুল গ্রামবাসীদের ভয় দেখিয়ে আন্দোলনের পথে থাকতে বাধ্য করছিল বলেও দাবি করেছেন তদন্তকারীরা। ধৃতকে রবিবার বারুইপুর আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ৮ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
গ্রিড বিরোধী আন্দোলনের জেরে গত ১৭ জানুয়ারি তেতে উঠেছিল ভাঙড়। আক্রান্ত হয়েছিল পুলিশ। তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, ‘‘খামারআইট, মাছিভাঙার মতো গ্রামের বাসিন্দারা গোপনে জানিয়েছেন, নকশাল নেতারা ভয় দেখিয়ে তাঁদের আন্দোলনে সামিল হতে বাধ্য করছেন। দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে।’’