Police officer got shot in Howrah

গাড়ির ভিতরে ‘রহস্যময়ী’, বাইরে গুলিবিদ্ধ চণ্ডীতলার আইসি জয়ন্ত! প্রকাশ্যে এল সিসি ক্যামেরার ফুটেজ

প্রত্যক্ষদর্শীদের দাবি, সাদা গাড়ির সামনে যখন লুটিয়ে পড়েছিলেন জয়ন্ত, সেই সময় গাড়ির ভিতরে ছিলেন ওই যুবতী। তাতেই নানা প্রশ্ন উঠছে। প্রশ্ন, ওই যুবতী কি জয়ন্তকে চেনেন? চিনলে কী ভাবে চেনেন? গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৬
Share:
(বাঁ দিকে) ওসি জয়ন্ত পাল এবং ঘটনার সিসিটিভি ফুটেজ (ডান দিকে)।

(বাঁ দিকে) ওসি জয়ন্ত পাল এবং ঘটনার সিসিটিভি ফুটেজ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

হাওড়ায় গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। সেই ঘটনায় অকুস্থলে এক যুবতীর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে রহস্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাদা গাড়ির সামনে যখন লুটিয়ে পড়েছিলেন জয়ন্ত, সেই সময় গাড়ির ভিতরে ছিলেন ওই যুবতী। তাতেই নানা প্রশ্ন উঠছে। প্রশ্ন, ওই যুবতী কি জয়ন্তকে চেনেন? চিনলে কী ভাবে? গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।

Advertisement

আইসির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হাওড়া সিটি পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি, তদন্তে নেমেছে হুগলি গ্রামীণ পুলিশের চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম (তথ্যানুন্ধানী দল)। সেই দল বৃহস্পতিবার শিবপুর থানাতেও গিয়েছে। কী ভাবে ঘটনাটি ঘটল, কে এবং কেন গুলি চালাল, তা জানার চেষ্টা করছে হুগলি গ্রামীণ পুলিশের দল। জয়ন্ত হাওড়ায় কী করতে গিয়েছিলেন, তা-ও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

বুধবার রাত ১১টা নাগাদ হাওড়ার ঘোষপাড়া পেট্রল পাম্পের সামনে গুলিবিদ্ধ হন জয়ন্ত। তিনি আপাতত হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকেরা। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, জয়ন্তের বাঁ হাতে গুলি লেগেছে। ঘটনার সময় তাঁর সঙ্গে এক যুবতী ছিলেন। এ ছাড়া হাওড়ার আরও দুই বাসিন্দা ছিলেন। ছিলেন আরও এক জন। তিনি উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

Advertisement

ঘটনার একটি সিসি ফুটেজও প্রকাশ্যে এসেছে। সেটির সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। ৩ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তায় একটি সাদা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কিছু ক্ষণ পর এক ব্যক্তি ওই গাড়ির সামনে এসে রাস্তায় লুটিয়ে পড়েন। এর পরেই দু’জন এসে ওই ব্যক্তিকে ধরাধরি করে দাঁড় করান। আশপাশ থেকে আরও কয়েক জন এগিয়ে যান মাটিতে লুটিয়ে পড়া ওই ব্যক্তির কাছে।

পুলিশ জানতে পেরেছে, সাদা গাড়িটির পাশাপাশি গাঢ় নীল রঙের একটি গাড়িও ছিল ঘটনাস্থলে। কিন্তু পুলিশ আধিকারিকেরা যখন ঘটনাস্থলে গিয়েছিলেন, তখন সাদা গাড়িটি ছিল না। তা হলে কি ওই গাড়িটি করেই জয়ন্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, হুগলি গ্রামীণের পুলিশ সুপারের কাছে একটি রিপোর্ট জমা দেওয়ার কথা তথ্যানুসন্ধানী দলের। সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে খবর জেলা পুলিশ সূত্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement