ফাইল চিত্র।
এত দিন তাঁকে বারবার ডেকে পাঠাচ্ছিল কলকাতা পুলিশ। এ বার স্টিং অপারেশনের সাংবাদিক, নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলকে চিঠি দিয়ে কলকাতায় তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
গত ৪ মে ওই চিঠি পাঠিয়ে আগামী ১৮ মে ইডি-র কলকাতা অফিসে উপস্থিত হওয়ার জন্য ম্যাথুকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তিনি ওই চিঠি হাতে পেয়েছেন বলে জানান নারদ-প্রধান।
স্টিং অপারেশনে রাজ্যের শাসক দলের অনেক তাবড় নেতা টাকা নিয়েছেন বলে ভিডিওয় দেখাতে চেয়েছেন ম্যাথু। এই মামলায় সিবিআইয়ের পাশাপাশি ইডি-ও মামলা দায়ের করেছে। কোথা থেকে ম্যাথু এত টাকা পেলেন, সেই টাকার উৎস কী, মূলত সেটাই খতিয়ে দেখার কথা ইডি-র। ওই সংস্থার তদন্তকারীদের কথায়, নারদ স্টিং অপারেশনে তিনি ৮০ লক্ষ টাকা খরচ করেছেন বলে সিবিআইয়ের কাছে জানিয়েছেন ম্যাথু। তাঁর দাবি অনুযায়ী তিনি ওই টাকা তৃণমূল সাংসদ কেডি সিংহের অর্থ লগ্নি সংস্থা অ্যালকেমিস্ট সল্টলেক অফিস থেকে নিয়েছিলেন।
২০১৪ সালে কেডি সিংহের মালিকাধীন ‘তহেলকা’ সংবাদ সংস্থার তরফে তিনি ওই স্টিং অপারেশন চালিয়েছিলেন বলেও দাবি করেছেন ম্যাথু। ইডি-র তদন্তকারীরা জানান, স্টিং অপারেশনে ম্যাথু এ ভাবে ঢালাও খরচ করার টাকা কোথায় পেলেন, সেই উৎস তো খোঁজা হচ্ছেই। সেই সঙ্গে নেতা-সাংসদ ও মন্ত্রীরা কী ধরনের প্রতিশ্রুতি দিয়ে ম্যাথুর কাছ থেকে টাকা নিয়েছিলেন, সবিস্তার তদন্তে সেটাও খতিয়ে দেখা হবে। এক তদন্তকারীর কথায়, ইতিমধ্যে অভিযুক্তদের আয়ের বিভিন্ন উৎসের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের কাছে নেতা-মন্ত্রীদের দাখিল করা হলফনামা খতিয়ে দেখা হচ্ছে। পরে তাঁদেরও ডেকে জেরা করা হতে পারে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
ম্যাথু এ দিন ফোনে বলেন, ‘‘আমি শয্যাশায়ী। সোমবার তৃতীয় দফায় অস্ত্রোপচার হবে। মাস দুয়েক আগে থেকেই তার দিনক্ষণ ঠিক করা আছে। প্রয়োজনে ইডি-র আধিকারিকেরা আমার কোচির বাড়িতে এসেও জিজ্ঞাসাবাদ ও নথি সংগ্রহ করতে পারেন। সোমবার অস্ত্রোপচারের পরে চিকিৎসকদের রিপোর্ট-সহ ইডিকে চিঠি দিয়ে আমার বক্তব্য জানাব।’’