Forward Bloc

আলোচনা করেই চলছে দল, দাবি ফ ব নেতৃত্বের

কোনও পদ থেকে তিনি ইস্তফা দেননি বলে জানালেন যুব লিগের জাতীয় সাধারণ সম্পাদক তথা ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অমরেশ কুমার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৯
Share:

প্রতীকী ছবি।

সংগঠন, দল পরিচালনা, তহবিল সংক্রান্ত বিষয়ে তিনি দলের মধ্যেই আলোচনা চেয়েছেন। কিন্তু কোনও পদ থেকে তিনি ইস্তফা দেননি বলে জানালেন যুব লিগের জাতীয় সাধারণ সম্পাদক তথা ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অমরেশ কুমার। এই দাবি জানিয়ে তিনি দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে চিঠি দিয়েছেন। দেবব্রতবাবুও মঙ্গলবার বিবৃতি দিয়ে বলেছেন, ধারাবাহিক ভাবে কাজ চালিয়ে যাওয়া একটি দলে কোনও বিষয়ে মতের পার্থক্য হতেই পারে। দলের সংশ্লিষ্ট রাজ্য শাখাই রাজনৈতিক ও সাংগঠনিক ভাবে সে সব বিষয়ের সমাধান করতে সক্ষম। রাজ্য শাখা না পারলে তবেই কেন্দ্রীয় কমিটি হস্তক্ষেপ করবে বলে দেবব্রতবাবুর বক্তব্য। তাঁর দাবি, দলের সব কমিটির নিয়মিত বৈঠক ডেকে সব বিষয়ই আলোচিত হচ্ছে। ফ ব-য় ‘বিদ্রোহ’ বা বড় সঙ্কট বলে যা দেখানো হচ্ছে, তা ঠিক নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement