স্মারকলিপি

মেয়র অশোক ভট্টাচার্যের উপরে বারবার আক্রমণের অভিযোগের প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে দেখা করে স্মারকলিপি দিল শিলিগুড়ি পুরসভার বাম কাউন্সিলররা।

Advertisement
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৯
Share:

মেয়র অশোক ভট্টাচার্যের উপরে বারবার আক্রমণের অভিযোগের প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে দেখা করে স্মারকলিপি দিল শিলিগুড়ি পুরসভার বাম কাউন্সিলররা। মেয়র ছাড়া এদিন উপস্থিত ছিলেন প্রায় সমস্ত কাউন্সিলররাই। বাম কাউন্সিলরদের পক্ষে পূর্ত বিভাগের মেয়র পারিষদ নুরুল ইসলাম বলেন, ‘‘মহকুমা পরিষদ নির্বাচনে হারের ভয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বারবার মেয়রকে আক্রমণ করে ভয় দেখানোর চেষ্টা করছে। পুলিশে অভিযোগ করেও ফল হচ্ছে না।’’ কমিশনার বলেন, ‘‘অভিযোগ হলে তদন্ত করা হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement