স্ট্রংম্যান হলেন দিনহাটার সৌরভ

‘স্ট্রংম্যান অফ ওয়েস্টবেঙ্গল’ খেতাব জিতলেন দিনহাটা মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ রায়। গত ২-৩ জানুয়ারি জয়নগরে আয়োজিত প্রতিযোগিতায় পাওয়ার লিফটিংয়ের ৪৮০ কেজি বিভাগে তিনি রাজ্য সেরার খেতাব জেতেন। বেঙ্গল পাওয়ার লিফটারস অ্যাসোসিয়েশন ও জয়নগর বিবেকানন্দ যুবক সঙ্ঘের উদ্যোগে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬ ০২:৩৪
Share:

সেরার খেতাবে। নিজস্ব চিত্র।

‘স্ট্রংম্যান অফ ওয়েস্টবেঙ্গল’ খেতাব জিতলেন দিনহাটা মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ রায়। গত ২-৩ জানুয়ারি জয়নগরে আয়োজিত প্রতিযোগিতায় পাওয়ার লিফটিংয়ের ৪৮০ কেজি বিভাগে তিনি রাজ্য সেরার খেতাব জেতেন। বেঙ্গল পাওয়ার লিফটারস অ্যাসোসিয়েশন ও জয়নগর বিবেকানন্দ যুবক সঙ্ঘের উদ্যোগে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Advertisement

দিনহাটা মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়ের সচিব বিভুরঞ্জন সাহা বলেন, “সৌরভ ২০১৬ সালের স্ট্রংম্যান অফ ওয়েস্টবেঙ্গল খেতাব জেতায় আমরা দারুণ খুশি। মঙ্গলবার জয়নগর থেকে সৌরভ দিনহাটা ফিরবেন। শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে আমরা ওঁকে সংবর্ধিত করব। এ ছাড়া দিনহাটার একাধিক সংস্থাও সৌরভকে সংবর্ধনা জানানর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সবাই ওঁর অপেক্ষায় রয়েছেন।”

ব্যায়াম বিদ্যালয় সূত্রেই জানা গিয়েছে, দিনহাটার পেটলার বাসিন্দা সৌরভ কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমএ প্রথম বর্ষের ছাত্র। ২০১২ সাল থেকে দিনহাটার মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়ে তিনি পাওয়ার লিফটিংয়ের প্রশিক্ষণ শুরু করেন। প্রতিদিন নিয়ম করে ওই বিদ্যালয়ে যাওয়া তাঁর রুটিন। তবে এ বারই প্রথম বড় প্রতিযোগিতায় সাফল্য আসতে
শুরু করে।

Advertisement

নভেম্বরে তিনি ‘স্ট্রংম্যান অফ দিনহাটা’ খেতাব জেতেন। ওই মাসেই তিনি ‘স্ট্রংগ্রেস্ট ম্যান অফ কোচবিহার’ খেতাবও জেতেন। সেই সূত্রেই রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ডাক পান। জয়নগরে আয়োজিত প্রতিযোগিতায় নিজের বিভাগে রাজ্যের বিভিন্ন জেলার দেড় শতাশিক প্রতিযোগীর সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য সেরার খেতাব জেতেন।

ব্যায়াম বিদ্যালয়ের অপর ছাত্র দেবদুলাল পোদ্দারও ওই প্রতিযোগিতায় ৬০ কেজি বিভাগে পাওয়ার লিফটিংয়ে দ্বিতীয় পুরস্কার পান। যদিও মোবাইলে একাধিক বার চেষ্টা করা হলেও সৌরভের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement