দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারকে উত্তরের চারটি জেলার পর্যবেক্ষক করা হল। বৃহস্পতিবার তাঁকে এই নির্দেশ জানিয়ে ফ্যাক্স পাঠানো হয়েছে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী শঙ্করবাবুকে এই চিঠি পাঠিয়েছেন বলে দার্জিলিং জেলা কংগ্রেস সূত্রে জানানো হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশেই শঙ্করবাবুকে দার্জিলিং পাহাড়, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে পর্যবেক্ষকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। দায়িত্ব পেয়ে শঙ্করবাবু বলেন, ‘‘বড় দায়িত্ব। কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে গেলে বুথ স্তরে কাজ করতে হবে।’’ চারটি জেলার কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় সমাবেশ করা হবে বলে জানান তিনি।