রায়গঞ্জে এইমস নিয়ে আন্দোলন শুরু মঞ্চের

রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য চাষিদের দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি অধিগ্রহণ করার আবেদন জানানোর কথা ঘোষণা করল রায়গঞ্জ এইমস রূপায়ণ নাগরিক মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের সুপার মার্কেট এলাকায় পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের কার্যালয়ে বৈঠক করার পর মঞ্চের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০২:০৮
Share:

কল্যাণীতে হাসপাতাল গড়ার প্রতিবাদ। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের ধিক্কার মিছিল। বৃহস্পতিবার ছবিটি তুলেছেন তরুণ দেবনাথ।

রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য চাষিদের দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি অধিগ্রহণ করার আবেদন জানানোর কথা ঘোষণা করল রায়গঞ্জ এইমস রূপায়ণ নাগরিক মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের সুপার মার্কেট এলাকায় পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের কার্যালয়ে বৈঠক করার পর মঞ্চের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য জমি অধিগ্রহণ ও কেন্দ্রের আগের সিদ্ধান্ত অনুযায়ী রায়গঞ্জেই ওই হাসপাতাল তৈরির দাবিতে গত মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে রায়গঞ্জ এইমস রূপায়ণ নাগরিক মঞ্চ তৈরি করে চেম্বার অফ কমার্স। মঞ্চের সম্পাদক শঙ্কর কুন্ডু বলেন, “এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য রায়গঞ্জের পানিশালা এলাকার প্রায় ৯০ জন চাষি উপযুক্ত ক্ষতিপূরণ পেলে স্বেচ্ছায় জমি দিতে প্রস্তুত রয়েছেন। কয়েক দিনের মধ্যে চাষিদের দিয়ে জেলাশাসকের মাধ্যমে লিখিত ভাবে মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছায় জমি দেওয়ার আর্জি জানাব।”

Advertisement

মঞ্চের আহ্বায়ক জয়ন্ত সোম জানান, আগামী রবিবার রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে একটি নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। বাসিন্দাদের পরামর্শ নিয়ে কনভেনশন থেকেই জমি অধিগ্রহণ ও হাসপাতাল তৈরির দাবিতে টানা আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে। জয়ন্তবাবুর কথায়, উত্তরবঙ্গবাসীর উন্নত চিকিৎসার স্বার্থে ওই কনভেনশনে পথ অবরোধ, রেল অবরোধ, সাধারণ ধর্মঘট, প্রশাসনিক কাজকর্ম অচল সহ বিভিন্ন রকম জঙ্গি আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জমি অধিগ্রহণ ও হাসপাতাল তৈরির দাবিতে এদিন বিকালে রায়গঞ্জ শহরে ধিক্কার মিছিল করেন কংগ্রেসের কয়েক হাজার কর্মী সমর্থক। জেলা কংগ্রেস সভাপতি রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত জানান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে জমি অধিগ্রহণ ও হাসপাতাল তৈরির দাবিতে কংগ্রেস এদিন থেকে জেলা জুড়ে টানা আন্দোলনে নামছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement