মমতার সভা ঘিরে কড়া নিরাপত্তা সাহুডাঙ্গিতে

আগামী মঙ্গলবার শিলিগুড়িতে কর্মিসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির নকশালবাড়ি এবং লাগোয়া সাহুডাঙ্গিতে তৃণমূলনেত্রীর সভা করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর সভার নিরাপত্তা খতিয়ে দেখতে রবিবারই জলপাইগুড়ির জেলাশাসক পৃথা সরকার সাহুডাঙ্গির সভাস্থল পরিদর্শন করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৪ ০২:৩১
Share:

সাহুডাঙ্গিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি। নিজস্ব চিত্র।

আগামী মঙ্গলবার শিলিগুড়িতে কর্মিসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির নকশালবাড়ি এবং লাগোয়া সাহুডাঙ্গিতে তৃণমূলনেত্রীর সভা করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর সভার নিরাপত্তা খতিয়ে দেখতে রবিবারই জলপাইগুড়ির জেলাশাসক পৃথা সরকার সাহুডাঙ্গির সভাস্থল পরিদর্শন করেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবও এদিন সভাস্থল ঘুরে দেখেছেন। সাহুডাঙ্গি এলাকা গৌতমবাবুর নিজের বিধানসভা এলাকার মধ্যেই পড়ে।

Advertisement

সাহুডাঙ্গি এলাকায় মুখ্যমন্ত্রীর সভা নির্বিঘ্নে করার বিষয়ে জলপাইগুড়ির জেলাশাসক বলেন, “পুলিশের সঙ্গে কথা হয়েছে। নিরাপত্তার যথাযথ ব্যবস্থা থাকছে।” শিলিগুড়ির পুলিশ কমিশনার জগ মোহন বলেন, “ভোটের সময়ে এমনিই নিরাপত্তা কড়া করতে হয়। ভোটের আগে অনেক ভিআইপিদেরই আসার কথা রয়েছে। শিলিগুড়িতে দু জায়গায় সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বাড়তি বাহিনী তো থাকবেই, রিজার্ভে থাকা পুলিশকেও কাজে লাগানো হবে।” সাহুডাঙ্গি রামকৃষ্ণ আশ্রমের সামনের মাঠে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। এলাকার সংগঠনের দায়িত্বে থাকা তৃণমূল নেত্রী শিখা চট্টোপাধ্যায় বলেন, “আমরা প্রায় হাজার খানেক স্বেচ্ছাসেবক নিয়োগ করে কর্মী সভায় শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব। দিদির অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা আমাদের কাছে চ্যালেঞ্জ।” প্রসঙ্গত এই এলাকায় পঞ্চায়েত ভোটের ফলে তৃণমূল পিছিয়ে ছিল। তাই লোকসভা ভোটে মুখ্যমন্ত্রীর সভাকে হাতিয়ার করে ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল শিবির।

নকশালবড়িতে নন্দপ্রসাদ গার্লস হাইস্কুলের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান নকশালবাড়িতে মুখ্যমন্ত্রীর সভার দায়িত্বে থাকা তৃণমূল নেতা বাপি সাহা। এলাকাটি দার্জিলিং জেলা পুলিশের আওতাধীন।

Advertisement

দার্জিলিঙের পুলিশ সুপার অখিলেশ চর্তুবেদী বলেন, “নিরাপত্তা নিয়ে কোনও খামতি রাখা হবে না। নকশালবাড়ি থানা, সার্কেল ইন্সপেক্টরকে বিশেষ নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।”

এ দিন রবিবার বিকেলেই নকশালবাড়ির সভাস্থল চূড়ান্ত হয়েছে। তাই আজ সোমবারের মধ্যে সমস্ত নিরাপত্তা খতিয়ে দেখে চূড়ান্ত করার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

শিলিগুড়ির সভার পরে মুখ্যমন্ত্রীর চলে যাওয়ার কথা কালিম্পঙের গরুবাথানে। পরদিন গরুবাথানে সকালে কর্মিসভা সেরে বিকেলে বীরপাড়ায় মুখ্যমন্ত্রী আরও একটি সভা করবেন বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতমবাবু জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement