শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসেডিএ) বহু কোটি টাকা দুর্নীতির মামলায় অভিযুক্ত আইএএস অফিসার গোদালা কিরণকুমারের স্ত্রী সামান্যা লোকসভা ভোটে হারলেন। অন্ধ্রপ্রদেশের চিত্তোর বিধানসভা থেকে ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থী হন তিনি। সীমান্ধ্রের ওই আসনে তেলেগু দেশম প্রার্থী নারমাল্লি শিবপ্রসাদের কাছে ৪৪ হাজারেরও বেশি ভোটে হারেন সামান্যা তবে ওই কেন্দ্রের আট জন প্রার্থীর মধ্যে দ্বিতীয় স্থানে তিনি।
গত বছরের মার্চে এসজেডিএ দুর্নীতি প্রকাশ্যে আসে। ওই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংস্থার তরফে এফআইআর দায়ের হয়। এসজেডিএ-এর এগজডিকিউটিভ ইঞ্জিনিয়র মৃগাঙ্কমৌলি সরকার-সহ তিন ইঞ্জিনিয়র গ্রেফতার হন। পরে ন’জন ঠিকাদার গ্রেফতার হন। পুলিশি জেরার মুখে পড়ে সংস্থার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক তথা কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি (সমতল) শঙ্কর মালাকার, তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা ও তৃণমূলের জলপাইগুড়ির সাংগঠনিক সভাপতি চন্দন ভৌমিক। গত বছরের ডিসেম্বরে এসজেডিএ-এর প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মালদহের তৎকালীন জেলাশাসক গোদালা কিরণ কুমারকে পুলিশ গ্রেফতার করে। ঘটনার জেরে কয়েক ঘণ্টার মধ্যে শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বদলি হন। পর দিন জামিন পেলেও গোদালা কিরণ কুমারকে জেলাশাসকের পদ থেকে সরিয়ে ‘কম্পালসরি ওয়েটিং’ এ পাঠিয়ে দেয় রাজ্য সরকার।
এর পরে সামান্য দেবী অন্ধ্রপ্রদেশের খাম্মাম এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা খোলেন। কিছুদিনের মধ্যেও ওয়াইএসআর কংগ্রেসে যোগ দেন সামান্য। খাম্মাম এলাকায় অবশ্য তাঁকে টিকিট দেয়নি দল।