বন্দি নিখোঁজ, গাফিলতি মানল পুলিশ

শিলিগুড়ি আদালত থেকে বন্দি নিখোঁজের ঘটনায় কর্তব্যরত পুলিশ কর্মীদের গাফিলতি হয়েছে বলে স্বীকার করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা। তবে নিখোঁজের জন্য কে বা কারা দায়ী এখনও পরিস্কার করে বোঝা যাচ্ছে না বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ০১:৪৪
Share:

শিলিগুড়ি আদালত থেকে বন্দি নিখোঁজের ঘটনায় কর্তব্যরত পুলিশ কর্মীদের গাফিলতি হয়েছে বলে স্বীকার করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা। তবে নিখোঁজের জন্য কে বা কারা দায়ী এখনও পরিস্কার করে বোঝা যাচ্ছে না বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। এই অবস্থায় পুলিশ কমিশনার ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন আদালত চত্বরে। তবে আইনি বিধি মেনে কোন কোন জায়গায় সিসিটিভি বসানো যায়, তার জন্য অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের অনুমতি চাওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। কমিশনার বলেন, ‘‘আদালত চত্বরে নজরদারি রাখতে সিসিটিভি ছাড়া কোনও বিকল্প নেই। অভিযুক্ত পালানোর ঘটনায় কর্তব্যরত কর্মীদের শো-কজ করা হচ্ছে।’’ ঘটনার ২৪ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও ওই বন্দি বলরাম বর্মনের কোনও খোঁজ পায়নি পুলিশ। বারোবিশায় তার বাড়ির উপরে নজর রাখা হচ্ছে। সোমবার দুপুর আড়াইটে নাগাদ নিখোঁজ হয় বলরাম বর্মন নামে এক বিচারাধীন বন্দি। সাড়ে ১২ টা নাগাদ তাকে আদালতে নিয়ে আসা হয়। লকআপে রাখা হয় তাকে। ২ টো নাগাদ অন্য বন্দিদের সঙ্গেই এজলাসে নিয়ে যাওয়াও হয়। আড়াইটে নাগাদ তার মামলা উঠলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement