বিশাল স্ক্রিনে প্রিমিয়ার লিগ জলপাইগুড়িতে

ফুটবল প্রেম উস্কে দিতে জায়ান্ট স্ক্রিনে প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ডার্বি দেখানোর আয়োজন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড জলপাইগুড়ি ফ্যানস ক্লাব।

Advertisement
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৫ ০২:০৭
Share:

ফুটবল প্রেম উস্কে দিতে জায়ান্ট স্ক্রিনে প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ডার্বি দেখানোর আয়োজন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড জলপাইগুড়ি ফ্যানস ক্লাব। আজ, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় টাউন ক্লাবে ওই আসর বসবে। সেখানে পঞ্চাশজন ফুটবলপ্রেমী নিজের শহরে বসে ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি-র খেলা উপভোগের সুযোগ পাবেন। আয়োজক সংস্থার দাবি, শুধু জলপাইগুড়ি শহর নয়। এমন উদ্যোগ উত্তরবঙ্গে প্রথম। ম্যানচেস্টার ইউনাইটেড জলপাইগুড়ি ফ্যানস ক্লাবের সম্পাদক প্রণয় দাস বলেন, “এতদিন কলকাতা-সহ দেশের বিভিন্ন মেট্রো শহরে এভাবে খেলা দেখার সুযোগ মিলত। এ বার উত্তরের ফুটবল মক্কা নামে পরিচিত জলপাইগুড়ি শহরে ওই আয়োজন করা হয়েছে। আশা করছি ভাল লাগবে।” অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্রোজেক্টারের দেখান হবে ৮ ফুট বাই ৬ ফুট স্ক্রিনে। আগামী দিনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি ম্যাচ বড় পর্দায় দেখানোর কথা ভেবেছেন উদ্যোক্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement