প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তার আগেই দেওয়াল লিখনে প্রার্থীদের নাম লিখে ফরওয়ার্ড ব্লক প্রচার শুরু করে দেওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে দিনহাটায়। আগামী এপ্রিল মাসেই দিনহাটা পুরসভায় নির্বাচন। ওই নির্বাচনে ফরওয়ার্ড ব্লক তথা জেলা বামফ্রন্টের অন্যতম মুখ উদয়ন গুহ প্রার্থী হওয়ার কথা। দলের রাজ্য নেতৃত্ব এখনও উদয়নবাবুকে সবুজ সংকেত না দেওয়ায় তাঁর নাম এখনও তাঁর নামে প্রচার শুরু হয়নি। সিপিএমও তাঁদের প্রার্থী এখনও ঠিক করে উঠতে পারেনি। সেই সময় দুটি ওয়ার্ডে প্রার্থীদের নাম জানিয়ে দেওয়াল লিখন শুরু করেছে ফরওয়ার্ড ব্লক কর্মীরা। দলের তরফে যুক্তি দেওয়া হয়েছে, তৃণমূলের থেকে এক কদম এগিয়ে থাকতেই তাঁদের ওই আগাম প্রচার।
ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়নবাবু বলেন, “আমরা প্রার্থী তালিকা তৈরি করার কাজ বেশ কিছুদিন আগে থেকেই শুরু করেছি। এর মধ্যে যাদের নাম ঠিক হয়েছে তাঁদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। দেওয়াল লিখন হতেই পারে। তাতে অসুবিধের কিছু নেই।” সিপিএমের তরফ থেকেও বিষয়টি স্বাভাবিক বলে দাবি করা হয়েছে। সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তারাপদ বর্মন বলেন, “ওয়ার্ড ভাগাভাগির কাজ শেষ হয়েছে। প্রার্থী তালিকা তৈরির কাজ চলছে। এই সময় ফরওয়ার্ড ব্লক তাঁদের প্রার্থীদের নাম লিখে দেওয়াল লিখতেই পারে।”
দলীয় সূত্রের খবর, ১৬ আসন বিশিষ্ট দিনহাটা পুরসভায় ফরওয়ার্ড ব্লক ১০ টি এবং বামেরা ৬ টি আসনে প্রার্থী দেবে। বামফ্রন্টগত ভাবে ঠিক করেছে আগামী ১৫ মার্চ দিনহাটার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে দুই দলের যৌথ কর্মী কনভেনশনের মধ্যে দিয়ে ওই আসনগুলিতে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। পরে ১৯ মার্চ অথবা ২০ মার্চ কোচবিহারে বামফ্রন্ট জেলার চারটি পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করার কথা। ফরওয়ার্ড ব্লকের কর্মীরা ওই লম্বা সময় ধরে অপেক্ষা করতে রাজি নন। বিশেষ করে দিনহাটা পুরসভায় তাঁদের জেলা সম্পাদক উদয়নবাবুর নিজের দাঁড়ানোর কথা। সেখানে প্রচারে পিছিয়ে থাকতে রাজি নন।
দিনহাটা পুরসভা বর্তমানে ফরওয়ার্ড ব্লকের দখলে কিন্তু গত কয়েক বছর ধরে তৃণমূল দিনহাটা পুরসভা এলাকায় যেভাবে তাঁদের শক্তি বৃদ্ধি করেছে তাতে পুরসভা ধরে রাখার ব্যাপারে সন্দিহান দলেরই নেতারা। এই অবস্থায় তারা প্রচার শুরু করে এগিয়ে যেতে চান। সে ক্ষেত্রে প্রশ্ন উঠেছে বাকি আসনগুলির প্রার্থীর নামে প্রচার শুরু হচ্ছে না কেন? দলীয় সূত্রের খবর, প্রত্যেক ওয়ার্ডেই প্রার্থী তালিকার নাম প্রথম দফায় বাছা হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে এখনও আরও ভাল প্রার্থীর খোঁজ করছে দল। সে জন্যই সব ওয়ার্ডে প্রার্থীদের নাম জানানো হচ্ছে না।
ফরওয়ার্ড ব্লকের এক জেলা স্তরের নেতা জানান, গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের থেকে প্রচারে অনেকটা পিছিয়ে ছিল দল। এবারে পুরসভার লড়াইটাও কঠিন। সেখানে উদয়ন গুহের মতো নেতা প্রার্থী হতে পারেন। শুধু তাঁকে জিতলে তো হবে না, অন্যেদের জিতিয়ে পুরসভা দখল করতে হবে।
সেদিকে তাকিয়েই আগাম প্রচারে নামা হয়েছে। ফরওয়ার্ড ব্লকের দিনহাটা জোনাল কমিটির নেতা বিশু ধর জানান, এখন পর্যন্ত পুরসভার ১ নম্বর ওয়ার্ডে দলের কর্মী জয়দীপ ঘোষ এবং ৯ নম্বর ওয়ার্ডে মহিলা কর্মী পারমিতা সাহা প্রার্থী ঠিক হয়েছেন। তাঁদের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে।