নকল বন্দুক দেখিয়েই ছিনতাই, ধৃত দুষ্কৃতী

নকল ‘নাইন এমএম’ উঁচিয়েই বেশির ভাগ কাজ হাসিল করে ফেলায় ওস্তাদ। ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে ছোটখাট নাশকতামূলক কাজ করতে তার জুড়ি নেই। তবে পিস্তল নকল বুঝে, ভয় না পেয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করেও লাভ নেই। কারণ তাদের চমকানোর জন্য তার জন্যও রয়েছে বিকল্প ব্যবস্থা। তখন ঝোলা থেকে বের হয়ে আসে আসল জাপানি রিভলবার। এই রিভলবারকে সঙ্গী করেই উত্তরবঙ্গ জুড়ে নানারকম দুষ্কর্ম করে বেড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আবু হাসান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৪ ০২:২৭
Share:

নকল ‘নাইন এমএম’ উঁচিয়েই বেশির ভাগ কাজ হাসিল করে ফেলায় ওস্তাদ। ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে ছোটখাট নাশকতামূলক কাজ করতে তার জুড়ি নেই। তবে পিস্তল নকল বুঝে, ভয় না পেয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করেও লাভ নেই। কারণ তাদের চমকানোর জন্য তার জন্যও রয়েছে বিকল্প ব্যবস্থা। তখন ঝোলা থেকে বের হয়ে আসে আসল জাপানি রিভলবার। এই রিভলবারকে সঙ্গী করেই উত্তরবঙ্গ জুড়ে নানারকম দুষ্কর্ম করে বেড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আবু হাসান। বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। শিলিগুড়ি সংলগ্ন জটিয়াকালির জোড়াপানি নদী সংলগ্ন মাস্টারপ্ল্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি নকল নাইন এমএম পিস্তল, একটি জাপানি রিভলবার এবং দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Advertisement

স্বাধীনতা দিবসের আগের দিন এই ঘটনাকে সাফল্য হিসেবেই দেখছে পুলিশ। শিলিগুড়ি পুলিশের ডিসি অংমু গ্যামসো পাল বলেন, “স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি থানায় সতর্কতামূলক ব্যবস্থার জন্য কড়া নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। তারই ভিত্তিতে নজরদারি করে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।” ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আবুর বাড়ি ফুলবাড়ির জটিয়াকালিতে। সারা উত্তরবঙ্গ জুড়ে আবু বিভিন্ন অপরাধমূলক কাজ করে বেড়াত বলে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের দাবি। বিভিন্ন ঘটনায় তার নাম জড়ালেও কোনও থানাতেই তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ নেই। দুষ্কর্মের কথা স্বীকার করলেও তার সঙ্গে কোনও চক্রের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে পুলিশের সন্দেহ, উত্তরবঙ্গ জুড়েই বেশ কয়েকটি চক্র কাজ করছে। তার মধ্যে আবু হাসানের চক্রটিও মিলিত বা আলাদাভাবে কাজ করছে।

Advertisement

এ দিন শিলিগুড়ি থানার পুুলিশ ডাঙ্গিপাড়া এলাকা থেকে আরও এক সন্দেহভাজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে এক ব্যক্তির সোনার হার ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আফতাব হুসেন। তার বাড়ি শিলিগুড়ির হিলকার্ট রোড সংলগ্ন কুরেশি মহল্লায়। গত ১০ অগস্ট হিলকার্ট রোডে জয়দীপ দত্ত নামে ফুলেশ্বরীর বাসিন্দার হার ছিনতাই করে বলে অভিযোগ। তাকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement