জেলা পরিষদে দিন বদল নিয়ে ক্ষোভ

আলিপুরদুয়ার জেলা পরিষদ গঠনের দিনক্ষণ আপাতত স্থগিত রাখার আড়ালে তৃণমূলের কোনও উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ বামেদের। এর প্রতিবাদে শুক্রবার বাম নেতারা জেলা প্রশাসনের কর্তার কাছে স্মারকলিপি দেন। সংখ্যাগরিষ্ঠতা মিলবে না ভেবেই জেলা পরিষদ গঠন নিয়ে টালবাহানা হচ্ছে বলে অভিযোগ বামেদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৪ ০২:৪১
Share:

আলিপুরদুয়ার জেলা পরিষদ গঠনের দিনক্ষণ আপাতত স্থগিত রাখার আড়ালে তৃণমূলের কোনও উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ বামেদের। এর প্রতিবাদে শুক্রবার বাম নেতারা জেলা প্রশাসনের কর্তার কাছে স্মারকলিপি দেন। সংখ্যাগরিষ্ঠতা মিলবে না ভেবেই জেলা পরিষদ গঠন নিয়ে টালবাহানা হচ্ছে বলে অভিযোগ বামেদের। এদিন আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা শাসক দেবী প্রসাদ করণম-এর কাছে স্মারকলিপি দেন তাঁরা। জলপাইগুড়ি জেলা পরিষদের এ ডি এম দিব্যেন্দু দাস বলেছেন, “১৬ অক্টোবর বোর্ড গঠনের কথা ছিল। তা বাতিল হয়েছে। পরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।” আলিপুরদুয়ার জেলা সিপিএম-এর সম্পাদক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “আচমকা এ ভাবে দিনক্ষণ পাল্টানোর পেছনে তৃণমূলের হাত রয়েছে। আসলে ওঁরা যে ৯ জনকে দল ভাঙিয়ে নিজেদের দিকে টেনেছেন। তাদের নিয়ে সংশয় রয়েছেন দলের নেতারা। সে কারণে ওরা দিনক্ষণ পাল্টেছে।”

Advertisement

যদিও তৃণমূল নেতারা বামেদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তীর দাবি, “আমাদের হাতে ১০ জন জেলা পরিষদ সদস্য রয়েছে। তাদের নামের তালিকা স্বাক্ষর সহ ইতিমধ্যে জেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছি। আরও কয়েকজন আমাদের দলে যোগ দিতে পারেন। কাল যদি দিনক্ষণ ঠিক হয় হয়, তবে আমরা বোর্ড গঠন করব। কেন প্রশাসন দিন পাল্টালো তা আমরা জানব কী ভাবে?”

গত জুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার কে নতুন জেলা হিসাবে স্বীকৃতি দেন। নতুন জেলার ভাগে পড়েছে মোট ১৮টি জেলা পরিষদ আসন। তার মধ্যে তৃণমূল মাত্র ১ টি আসনে জিতে ছিল। বাকিগুলি ছিল বাম, কংগ্রেস ও মোর্চার হাতে। শুরুতে জেলা পরিষদ গঠন হলে অনায়াসে বামেরা বোর্ড গঠন করতে পারত। তবে জেলা ঘোষণার পর থেকে একের পর এক বাম ও কংগ্রেসের সদস্যরা তৃণমূলে যোগ দিতে শুরু করায় তারা জেলা পরিষদ গঠনের দাবিতে সরব হয়। বামেরা দ্রুত জেলা পরিষদ গঠনের দাবি জানান। আলিপুরদুয়ারে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র সে সময় জেলা পরিষদের সদস্যদের ‘কিনে নেওয়া’র অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

বামেদের ভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে কংগ্রেসের তিনজনই সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। সিপিএম-এর চার জন এবং সম্প্রতি আর এস পি দলের এক সদস্য যোগ দেওয়ায় বর্তমানে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৯টি। বামেদের হাতে রয়েছে ৮ জন সদস্য এবং মোর্চার ১ জন। জেলা প্রশাসনের এক কর্তা জানান, “আলিপুরদুয়ার জেলা পরিষদের জন্য কোনও এডিএম না থাকায় দিনক্ষণ পাল্টানো হয়েছে। ২৮ অক্টোবরের মধ্যে জেলা পরিষদ গঠন করার দিনক্ষণ ঠিক হবে ভাবা হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement