আকর্ষণীয় প্রতিযোগিতার ফাইনাল আকর্ষণীয় হল না। রায়গঞ্জের ঐতিহ্যশালী কেকে শিল্ড চ্যাম্পিয়ন হল কলকাতার ইউনাইটেড স্পোর্টস ক্লাব। বৃহস্পতিবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ফাইনালে কলকাতারই খিদিরপুর ক্লাবকে ৪-০ গোলে কার্যত দুরমুশ করে দেন তাঁরা। ফলে ম্যাচের জৌলুস অনেকটাই ফিকে হয়ে যায় ইউনাইটেড ফুটবলারদের দাপটে। এ দিন প্রতিযোগিতার বিভিন্ন পুরস্কার অবশ্য মিলমিশে ভাগ করে নিয়েছেন বিভিন্ন দলের খেলোয়াড়রা।
এ দিন প্রথমার্ধে একটিই গোল হয়। ইউনাইটেডের পক্ষে বাড়ানো থ্রু থেকে গোল করে দলকে এগিয়ে দেন সন্দীপ ভট্টাচার্য। তখনও বোঝা যায়নি ম্যাচের ভাগ্য ঠিক কোন দিকে গড়াতে চলেছে। তুল্যমূল্য লড়াই দেন খিদিরপুরের ফুটবলাররাও। পরের অর্ধে অবশ্য গোলের বন্যা বয়ে গিয়েছে। এ দিন রক্ষণের একাধিক ভুলেই হারতে হল বিজিত দলকে বলে উপস্থিত দর্শকেরা বেশির ভাগই মনে করছেন। এ দিন ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম, জেলা স্পোর্টস বোর্ডের রাজ্য সম্পাদক গৌতম গোস্বামী।