যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার রায়গঞ্জে, রহস্য

এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে রায়গঞ্জের কাঞ্চনপল্লি এলাকার কুলিক নদীর ধার থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০৪:১৩
Share:

এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে রায়গঞ্জের কাঞ্চনপল্লি এলাকার কুলিক নদীর ধার থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ইশাক মহম্মদ (৩২)। তাঁর বাড়ি স্থানীয় কুমারডাঙ্গি এলাকায়। তিনি রায়গঞ্জের বিভিন্ন তেলকলের ঠিকা শ্রমিকের কাজ করতেন। মাঝেমাঝে ঠিকাদারির কাজও করতেন।

Advertisement

মৃতদেহটি নদীর ধারে পড়ে থাকতে দেখে এ দিন বাসিন্দারা পুলিশে খবর দেন। রবিবার বিকালে বাড়ি থেকে বার হয়ে নিখোঁজ হয়ে যান ইশাক। মারপিটের অভিযোগে দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। তবে কী কারণে দুষ্কৃতীরা ওই যুবককে খুন করল তা পুলিশের কাছে স্পষ্ট নয়। পুলিশ নিহতের মোবাইলের কললিস্ট খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ, টাকা পয়সা লেনদেন বা ঠিকাদারি নিয়ে কোনও গোলমালের জেরে দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। ইশাকের মৃতদেহ উদ্ধারের পর থেকে তাঁর এক বন্ধু বেপাত্তা হয়ে গিয়েছেন বলে পুলিশের দাবি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌর বলেন, ‘‘দুষ্কৃতীরা কী কারণে ওই যুবককে খুন করল তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে আসা সব সম্ভাবনাই আমরা খতিয়ে দেখছি।’’ ভোটের আসে গুলিবিদ্ধ যুবকের দেহ মেলায় উদ্বেগে এলাকার বাসিন্দারা। কয়েক মাস আগেও রায়গঞ্জে পরপর খুনের ঘটনা ঘটেছিল। বাসিন্দাদের দাবি, ভোটে অশান্তি এড়াতে দুষ্কৃতীদের গ্রেফতার করুক পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement