খুলতেই ভিড় শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে (উপরে)। সোমবার। নিজস্ব চিত্র
দুই সপ্তাহ বন্ধ রাখার পরে সোমবার খুলেছে শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজার তথা চম্পাসারি পাইকারি বাজার। লোকজন যাতে ভিড় এড়িয়ে বেচাকেনা করেন, সে জন্য মাছের আড়ত লাগোয়া খোলা জায়গায় স্টল বানানো হয়। সামনে বাঁশ দিয়ে ব্যারিকেডও করা ছিল। অথচ সে সব সরিয়ে, দূরত্ববিধি উড়িয়ে সকাল থেকে উপচে পড়া ভিড় সেই বাজারে। মুখে অনেকেরই মাস্ক ছিল না।
হ্যান্ড স্যানিটাইজ়াদের ব্যবহারও হয়নি বলে দাবি। অভিযোগ, পুলিশ-প্রশাসনেরও নজর ছিল না। অথচ স্বাস্থ্য দফতর, পুরসভার দাবি, এই বাজার থেকেই সংক্রমণ ছড়িয়ে ৪৬ নম্বর ওয়ার্ডে করোনা মারাত্মক আকার নিয়েছে।
শিলিগুড়ি শহরের বাজারগুলি থেকে ছড়িয়ে পড়া সংক্রমণ আটকাতে যে নজরদারি, প্রচার ও স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছিল, পুলিশ এবং প্রশাসনের সমন্বয়ের অভাবে তা মার খেয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসন সূত্রে খবর, সোমবার পর্যটনমন্ত্রী গৌতম দেবের দফতরে করোনা মোকাবিলা নিয়ে জরুরি বৈঠকেও সেই প্রসঙ্গই বারবার উঠেছে। নিয়ন্ত্রিত বাজার ট্রেডার্স ইউনাইটেড ফোরাম সম্পাদক তপন সাহা এ দিন মন্ত্রীকে অভিযোগ জানান, নিয়ন্ত্রিত বাজার কমিটি নিজেদের অফিসটুকু কেবল জীবাণুমুক্ত করে। বাকি বাজার, ভিন্ রাজ্য থেকে আসা গাড়ি— কিছুই সে ভাবে জীবাণুমুক্ত করা হয় না। তাই তাঁরা ভয়ে রয়েছেন। বাজার কমিটি অবশ্য দাবি, জীবাণুমুক্ত করার কাজ হচ্ছে। পর্যটনমন্ত্রী বলেন, ‘‘একটা বড় অংশের মানুষ বাজারগুলিতে সংক্রমিত হচ্ছে বলে উঠে এসেছে। আমরা বাজারগুলিকে বিশেষ নজরদারিতে রেখে সবরকম স্বাস্থ্যবিধি পালনের নির্দেশ দিয়েছি।’’
প্রশাসন সূত্রে খবর, টিকিয়াপাড়া বাজারকে ঘিরে ১৮ জন করোনা আক্রান্ত। টাউন স্টেশন বাজারে ব্যবসায়ী ও এলাকার অনেকে আক্রান্ত। মন্ত্রী জানান, বাজারগুলি পর্যায়ক্রমে বন্ধ রাখা, সেখানে পুলিশ-প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যবসায়ীদের মধ্যে আরও বেশি করে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে বন্ধ করা হয়েছে শহর এবং সংলগ্ন এলাকার ছ'টি বাজার।
বৃহত্তর শিলিগুড়ি খুচরো বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব রায় মুহুরি বলেন, ‘‘কোন বাজার কবে খোলা থাকছে, কখন স্যানিটাইজ় হচ্ছে, কখন সামাজিক দূরত্ব বজায় রাখা হবে— এ সব নিয়ে ব্যবসায়ী সমিতির সঙ্গে প্রশাসন এবং পুলিশের আরও বেশি সমন্বয় প্রয়োজন।’’
জেলাশাসক এস পুন্নমবলম জানান, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়ে বাজারে নজরদারি বাড়ানো হবে। এসজেডিএ-র ভাইস চেয়ারম্যান নান্টু পাল জানান, তাঁদের নিয়ন্ত্রিত বাজারগুলিতে তা করা হবে।