Duare Sarkar

‘দুয়ারে সরকার’, খুশি দুই দিনাজপুর

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এই ক্যাম্পগুলি থেকেই দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ১৭:৫৪
Share:

—নিজস্ব চিত্র

রাজ্য সরকারের প্রকল্প ‘দুয়ারে সরকার’ শুরু হল দুই দিনাজপুরেও। ২০২১-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসন কতটা তৎপর, তা প্রমাণ করতে রাজ্য সরকারের এই উদ্যোগ। দুই জেলার সদর রায়গঞ্জ ও বালুরঘাট-সহ জেলার বিভিন্ন প্রান্তে প্রথম দিন প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন নানা প্রকল্পের বিষয়ে খোঁজখবর নিতে। বিশেষ করে স্বাস্থ্যসাথী প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

Advertisement

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এই ক্যাম্পগুলি থেকেই দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। জব কার্ড থেকে শুরু করে রেশন কার্ড বা কন্যাশ্রী, রূপশ্রীর মত সমস্ত প্রকল্পে যাঁদের কাজ আটকে রয়েছে, তাঁদের সুবিধা পাইয়ে দিতে এই উদ্যোগ। মঙ্গলবার সকাল থেকেই লম্বা লাইনে চোখে পড়েছে গ্রামগুলিতে। কেউ এসেছেন জব কার্ড করাতে। কেউ এসেছেন স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড নিতে।

করোনা আবহে বিভিন্ন অফিসের কাজকর্ম বিগত প্রায় আট মাস ধরে গতিহীন হয়ে পড়েছে। তার জেরে বহু মানুষ অসুবিধায় পড়েছিলেন। বারবার পঞ্চায়েতে এবং ব্লকে ঘুরেও সুরাহা হয়নি এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা। ‘দুয়ারে সরকার’ প্রকল্পে মঙ্গলবার থেকে সেই কাজ গতি পাওয়ায় খুশি সাধারণ মানুষ।

Advertisement

আরও পড়ুন: আবর্জনা ফেলার নিয়ে সুরাহার দাবি স্থানীয়দের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement