TMC

নজরে ভোট, ঘর গোছাচ্ছে তৃণমূল

দলীয় সূত্রে খবর, করোনা বিধি মেনেই সম্মেলন হবে। সংগঠনকে মজবুত করতে ব্লকে ব্লকে পূর্ণাঙ্গ কমিটিও ঢেলে সাজা হচ্ছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

মালদহ শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২০ ০৩:১৩
Share:

প্রতীকী ছবি।

২০২১-এর বিধানসভা ভোটের আগে মালদহে ঘর গোছানোর কাজ শুরু করল তৃণমূল। সে জন্য এ সপ্তাহ থেকে বিধানসভা-ভিত্তিক সম্মেলন শুরু করছে তারা। দলীয় সূত্রে খবর, করোনা বিধি মেনেই সম্মেলন হবে। সংগঠনকে মজবুত করতে ব্লকে ব্লকে পূর্ণাঙ্গ কমিটিও ঢেলে সাজা হচ্ছে।

Advertisement

রবিবার মালদহ জেলা পরিষদের সভাকক্ষে দলীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ ব্লক কমিটি গঠন করতে সদ্যঘোষিত ব্লক সভাপতি ও অন্য পদাধিকারী, দলের সংশ্লিষ্ট ব্লক থেকে মনোনীত জেলা কমিটির পদাধিকারী ও সদস্য এবং জেলা কো-অর্ডিনেটররা আলোচনা করে খসড়া ব্লক কমিটি তৈরি করে জেলা নেতৃত্বের কাছে পাঠাবেন। পরে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এ দিন দলের জেলা সভাপতি মৌসম নুরের সঙ্গে বৈঠকে ছিলেন জেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তিন কো-অর্ডিনেটর মানব বন্দ্যোপাধ্যায়, দুলাল সরকার ও অম্লান ভাদুড়ি। ৩০ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ ব্লক কমিটির একটি করে খসড়া তালিকা জেলা কমিটির কাছে পাঠাতে বলা হয়েছে ব্লক সভাপতিদের। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি সপ্তাহ থেকে বিধানসভা-ভিত্তিক একটি করে দলীয় সম্মেলন করা হবে। তাতে জেলা সভাপতি, চেয়ারম্যান, তিন কো-অর্ডিনেটর ও দুই দলীয় মুখপাত্রকে বাধ্যতামূলক ভাবে হাজির থাকতে হবে। ১২টি বিধানসভা-ভিত্তিক যে দলীয় কো-অর্ডিনেটররা রয়েছেন, তাঁরাই সে সব সম্মেলনের মূল উদ্যোক্তা হবেন বলে জানান জেলা তৃণমূলের অন্যতম মুখপাত্র শুভময় বসু। সোমবার জেলা কমিটির সদস্য ও পদাধিকারীদের নিয়েও একটি দলীয় বৈঠক হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement