আগুন পোহাচ্ছেন সাধারণ মানুষ।- নিজস্ব চিত্র।
মেঘ সরে রোদ উঠতেই শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছেন কলকাতাবাসী। এর মধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গেল পাহাড়ে। রবিবার এই মরসুমের প্রথম ঘন কুয়াশা দেখলেন ডুয়ার্সের বাসিন্দারা।
সকালের দিকে কুয়াশার ঘনত্ব এতটাই ছিল যে খালি চোখে সামান্য দূরের কিছুও দেখা যায়নি। কুয়াশায় ঢেকে গিয়েছে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক। দৃশ্যমান্যতা খুব কম থাকায় সকালেও সমস্ত গাড়িকে আলো জ্বালিয়ে যেতে হয়। খুব ধীরে এবং সাবধানে গাড়ি চালাতে হচ্ছে চালকদের। রাস্তার পাশে, পাড়ার ভিতরে, চাষের খেতেও আগুন পোহাতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। শীতে যেন জুবুথুবু অবস্থা ডুয়ার্সবাসীর।
এ দিকে শীত উপভোগ করতে পর্যটকদেরও ভিড় বাড়ছে পাহাড়ে। রবিবার দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪.৪ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙের সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: অস্ত্রোপচার করতে পারবেন আয়ুর্বেদ চিকিৎসকরাও, ছাড়পত্র কেন্দ্রের